Lok Sabha Election 2024 Phase 7:ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা, প্রতিকুর ধরলেন ভুয়ো ভোটার, আর সুজন...

Last Updated:

Lok Sabha Election 2024 7th Phase Voting: তালিকায় রয়েছেন বামেদের সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্যের, প্রতিকুর রহমানের নাম। চলতি বছর ভোটের শুরু থেকেই সক্রিয় বামেদের তরুণ ব্রিগেড।

ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা
ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা
কলকাতাঃ দেখতে দেখতে শেষ দফায় এসে দাঁড়িল চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজ রাজ‍্যের ৯ কেন্দ্রে ভোট। পশ্চিমবঙ্গে সৌগত রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথমসারির নেতাদের ভাগ্যপরীক্ষা আজ। তালিকায় রয়েছেন বামেদের সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্যের, প্রতিকুর রহমানের নাম। চলতি বছর ভোটের শুরু থেকেই সক্রিয় বামেদের তরুণ ব্রিগেড।
আরও পড়ুনঃ বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?
আজ সকাল থেকেই নিজেদের কেন্দ্রে কড়া নজর রাখছে সুজন-প্রতিকুর-সৃজনরা। বারুইপুরে বাধার মুখে পড়ল সৃজন ভট্টাচার্য। তাঁকে ঘিরে বিক্ষোভ। যাদবপুরের সিপিএম প্রার্থী ঢুকতেই বিক্ষোভ শুরু হয়। বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত কেন, এই প্রশ্ন তুলতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।
advertisement
advertisement
অন‍্যদিকে, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান ধরলেন ভুয়ো ভোটার। প্রতিকুরের অভিযোগ ওই ব্যক্তি এসেছিলেন ফলস ভোট দিতে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় সে। বাম প্রার্থীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিলেন দে ছুট। দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পিকনিক গার্ডেন্সের এক কেন্দ্রে এক ভুয়ো ভোটার ধরেন।
advertisement
অপরদিকে, ভোটের দিন সৌজন‍্যতার নজির গড়লেন সুজন চক্রবর্তীর। বুথের সামনে সিপিআইএম কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন। সেই সময় তৃণমূল এজেন্ট প্রতিবাদ করেন। বিষয়টি উত্তপ্ত হচ্ছে দেখে সুজন চক্রবর্তী নিজেই আসরে নামেন। বিরোধী এজেন্টের হাত ধরে সবাই মিলে ভোট করার জন্য আবেদন করেন। তৃণমূল এজেন্ট কথা দেন শান্তিপূর্ণ ভোট হবে কোন দুশ্চিন্তা নেই
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024 Phase 7:ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা, প্রতিকুর ধরলেন ভুয়ো ভোটার, আর সুজন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement