Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে যুক্তি অস্ত্রে বধ হবে কুসংস্কার অসুর!

Last Updated:

কোনও যাদু নয়! প্রত্যেকটা ঘটনার পিছনে রয়েছে একটি লজিক। এটা বুঝতে পারলেই জীবন অনেক সুখের। কুসংস্কার বড্ড ধ্বংসাত্মক এক জিনিস! কুসংস্কারের দোহাই দিয়ে আজও ভারতবর্ষের বুকে দেখা যায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল। বাঁকুড়ার জঙ্গলমহল রাণীবাঁধ এলাকার মানুষদের কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার জন্য এগিয়ে এলো জেলা পুলিশ! একটি নাটকের মাধ্যমে ফুটে উঠল কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা।

+
প্রতিকী

প্রতিকী ছবি

নীলাঞ্জন ব্যানার্জী, বাঁকুড়া: কোনও যাদু নয়! প্রত্যেকটা ঘটনার পিছনে রয়েছে একটি লজিক। এটা বুঝতে পারলেই জীবন অনেক সুখের। কুসংস্কার বড্ড ধ্বংসাত্মক এক জিনিস! কুসংস্কারের দোহাই দিয়ে আজও ভারতবর্ষের বুকে দেখা যায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল। বাঁকুড়ার জঙ্গলমহল রাণীবাঁধ এলাকার মানুষদের কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার জন্য এগিয়ে এলো জেলা পুলিশ! একটি নাটকের মাধ্যমে ফুটে উঠল কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা।
বাঁকুড়া পুলিশের মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যকলাপ করা হয় গোটা জেলা জুড়ে। কুসংস্কারের ছায়া এখনওগোটা ভারতবর্ষ থেকে মুছে যায়নি। প্রত্যন্ত গ্রাম বাংলায় রয়েছে কুসংস্কারে প্রভাব।বাঁকুড়া জেলা পুলিশের রানিবাঁধ থানার উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির সহযোগিতায় অন্ধবিশ্বাস ও কুসংস্কার বিরোধী অনুষ্ঠানকে সামনে রেখে সচেতনতা শিবির হল রানিবাঁধের রুদড়া হাটতলায়।
advertisement
advertisement
দুর্দান্ত এই সচেতনতা শিবিরের মাধ্যমে ফুটে উঠলো কুসংস্কারের কু প্রভাব গুলি, ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের মধ্যে সচেতনতা। মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রত্যেকেই উপভোগ করলেন পুলিশ এবং বিজ্ঞান মঞ্চের এই মেলবন্ধন।
advertisement
প্রত্যেকটা ঘটনার পিছনে রয়েছে একটি করে লজিক। এভাবেই লজিক দিয়ে কুসংস্কারকে মুছে ফেলতে হবে বাঁকুড়ার বুক থেকে। সেই কারণেই পুলিশ এবং বিজ্ঞান মঞ্চের যৌথ প্রয়াস বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে, যা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে যুক্তি অস্ত্রে বধ হবে কুসংস্কার অসুর!
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement