লকডাউন বিধিভঙ্গের অভিযোগ শাসক দলের এক নেতার বিরুদ্ধে, রামপুরহাটে জোড় বিতর্ক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মোটর বাইক থামাতেই বেজায় চটে যান তৃণমূলের নেতা৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান যে তিনি ওষুধ কিনতে যাচ্ছেন৷
#রামপুরহাট: পথে পুলিশ আটকানোয় ‘হম্বিতম্বি’ তৃণমূল নেতার! বৃহস্পতিবার রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড়ে বাইক নিয়ে যাবার সময় ঘটে এই ঘটনা। লকডাউন বিধি ভঙ্গ করার অভিযোগ উঠল শাসক দল, তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপুরহাটে ওই ঘটনায় তৃণমূল নেতাকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। ঘণ্টা খানেক পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়৷
এদিন সকালে রামপুরহাট পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ড থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও ১২ নাম্বার ওয়ার্ডের তৃণমূলের সভাপতি সুজিত পাল । সেই সময় পাঁচমাথা মোড়ের সামনে তাঁকে আটকায় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া। মোটর বাইক থামাতেই বেজায় চটে যান তৃণমূলের নেতা৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান যে তিনি ওষুধ কিনতে যাচ্ছেন৷ তাঁকে প্রেসক্রিপশন দেখাতে বললেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি৷ রাস্তায় এভাবে পুলিশের সঙ্গে বচসার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সুজিত পাল। তিনি বলেন যে, প্রেসক্রিপশন না থাকলেও তিনি ওষুধ আনতেই বাইরে বেরিয়েছিলেন৷ পুলিশ তাঁকে ধরলে তিনি এও বলেন যে তার গতিবিধির ওপর নজর রাখা হোক৷ তবে কোনও প্রকার তর্কের বিষয়টি তিনি অস্বীকার করেন। রামপুরহাট থানার পুলিশ আটক করে এই নেতাকে।
advertisement
গত ৫ অগাষ্ট লকডাউনে বোলপুরেও একই রকম ঘটনা ঘটে৷ শ্যামাপ্রসাদ দাস নামে তৃণমূলের এক নেতার সুরুল থেকে স্কুটি নিয়ে শ্রীনিকেতন হয়ে বোলপুরের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় লকডাউন বিধি ভঙ্গ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ বিতর্কেও জড়ান তিনিও।
advertisement
Akshoy Dhibar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2020 6:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লকডাউন বিধিভঙ্গের অভিযোগ শাসক দলের এক নেতার বিরুদ্ধে, রামপুরহাটে জোড় বিতর্ক








