Local Sports: ৬০ বছরে দৌড়ে জোড়া সোনা জয়! থাইল্যান্ডে চমকে দিলেন বাংলার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক

Last Updated:

প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৩৭০০ জনেরও বেশি। পূর্ব বর্ধমানের অজয় মণ্ডল সেখানে ৬০ থেকে ৬৫ বছর গ্রুপের মধ্যে ছিলেন। তিনি ৪০০ ও ৮০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দুটি স্বর্ণপদক পান

+
title=

পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক বৃদ্ধের! এই অবাক সাফল্যের কাণ্ডারী অজয় কুমার মণ্ডল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তাঁর বয়স ৬০ পেরিয়েছে। তবে বয়স ৬০ পেরোলেও তাঁর ইচ্ছা শক্তি অদম্য। অজয়বাবুর পায়ে যেন জাদু আছে। এই বয়সেও তিনি যা দৌড়ন তা দেখলে অবাক হবেন অনেকেই। এখনও তিনি দৈনিক সকাল বিকাল মাঠে যান, জিম করেন।
অজয়বাবু পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে থাকেন। সম্প্রতি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে আয়োজিত হয়েছিল ২৮ তম থাইল্যান্ড মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পৃথিবীর ১৭ টি দেশ। ১৭ টি দেশের মধ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকার দেশও ছিল। প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৩৭০০ জনেরও বেশি। পূর্ব বর্ধমানের অজয় মণ্ডল সেখানে ৬০ থেকে ৬৫ বছর গ্রুপের মধ্যে ছিলেন। তিনি ৪০০ ও ৮০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দুটি স্বর্ণপদক পান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে অজয় কুমার মণ্ডল জানান, পি কে খান্ডেলওয়াল নামে এক ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিকে অজয়বাবুর এই সাফল্যের কথা ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া কাটোয়া শহরজুড়ে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Sports: ৬০ বছরে দৌড়ে জোড়া সোনা জয়! থাইল্যান্ডে চমকে দিলেন বাংলার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement