সপ্তাহের প্রথম দিনেই রাজ্য সড়ক অবরোধ! কেন? বিপাকে অফিস যাত্রীরা

Last Updated:

সোমবার বর্ধমান-কালনা রোড বিসকোপা মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখে মেমারির বিজুর ০২ পঞ্চায়েতের বিসকোপা গ্রামের গ্রামবাসীরা।

সপ্তাহের প্রথম দিনে রাজ্য সড়ক অবরোধ করলেন বাসিন্দারা, কী দাবি তাঁদের?
সপ্তাহের প্রথম দিনে রাজ্য সড়ক অবরোধ করলেন বাসিন্দারা, কী দাবি তাঁদের?
পূর্ব বর্ধমান: মাসের পর মাস পঞ্চায়েত, স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। এলাকার রাস্তা বেহাল হয়েই রয়েছে। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল বাসিন্দাদের। গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করল তারা। বর্ধমান কালনা রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। সোমবার বর্ধমান-কালনা রোড বিসকোপা মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখে মেমারির বিজুর ০২ পঞ্চায়েতের বিসকোপা গ্রামের গ্রামবাসীরা। অবরোধের জেরে যান চলাচল থমকে যায়। সপ্তাহের প্রথম কাজের দিনে এই অবরোধের ফলে বহু অফিস যাত্রী ও সাধারণ মানুষ বিপাকে পড়েন।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের আড়াই কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন কোনও কাজ হয়নি। বৃষ্টিতে রাস্তার হাল আরও বেহাল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গ্রামবাসীদের। খোদ পঞ্চায়েত সদস্যর অভিযোগ রাস্তা খারাপ হলে নিজেদেরকেই ঠিক করতে হয়।
advertisement
advertisement
গ্রামবাসীদের দাবি, এই আড়াই কিলোমিটার রাস্তা ঢালাই বা পিচ রাস্তা করা হোক।বারবার পঞ্চায়েত, বিডিও অফিসে লিখিত ভাবে জানিও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই রাস্তা অবরোধ করেছে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের সদস্য থেকে প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিডিও সবাইকে এই বেহাল রাস্তার ব্যাপারে বিস্তারিত জানান হয়েছে। রাস্তা সংস্কারের জন্য বার বার আবেদন করা হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া কিছু মেলেনি। তাদের দাবি, পিচ অথবা কংক্রিটের রাস্তা করুক প্রশাসন।
advertisement
এ ব্যাপারে মেমারি দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জানান, ওই রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই সরকারি তালিকার মধ্যে রয়েছে। পাঁচ ছ মাসের মধ্যে সেই কাজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন কিছু কিছু অংশ সংস্কারের প্রয়োজন বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। সেই কাজ অবিলম্বে যাতে করা যায় তা দেখা হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সেই প্রস্তাব এলে তা অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সপ্তাহের প্রথম দিনেই রাজ্য সড়ক অবরোধ! কেন? বিপাকে অফিস যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement