Local News: শহর থেকে দূরে, গ্রামেই এবার 'সব পেয়েছির আসর'... পুরোটা জানলে
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই দু'দিন হুগলির এই গ্রামে বসবে হাট। গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁদের নিজেদের গ্রামে হাট বসুক
হুগলি: দীর্ঘদিনের স্বপ্নপূরণ। সংসারের বাজার করতে এবার আর শহরে যেতে হবে না, কারণ গ্রামের মধ্যেই বসছে হাট। আরামবাগের ১৬ নম্বর ওয়ার্ড ও তিরল পঞ্চায়েতের সংযোগ স্থলে ২২ মাইল এলাকায় শুরু হল গ্রামীণ হাট।
প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই দু’দিন হুগলির এই গ্রামে বসবে হাট। গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁদের নিজেদের গ্রামে হাট বসুক। না হলে অনেকটা পথ পেরিয়ে বাজার হাটের জন্য যেতে হত আরামবাগ শহরে, অথবা তিরলে। এরফলে তাঁদেরকে অসুবিধার সম্মুখীন হতে হত। সেই অসুবিধার কথা চিন্তা করে সব গ্রামবাসীর প্রচেষ্টায় এই হাটের পথচলা শুরু হল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই হাট চালু হাওয়ায় একদিকে যেমন সময় বাঁচবে তেমনই টাটকা সবজিও পাবেন বলে মনে করছেন গ্রামবাসীরা। এতদিন বাজার করতে অনেকটা পথ পেরোতে হত বলে অনেকেই নিয়মিত বাজারে যেতে পারতেন না। ফলে টাটকা সবজি খাওয়া হত না অনেক পরিবারে। কিন্তু এবার সেই সমস্যা ঘুচবে বলে আশা গ্রামবাসীদের।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2024 2:02 PM IST









