Purulia News: যানজট রুখতে এবার বাজেয়াপ্ত হতে চলেছে গবাদি পশু, জানুন বিস্তারিত!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা।
পুরুলিয়া: শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রণ করতে সমস্ত দিক থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভাকে। শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা। তাই রাস্তায় কোনও গবাদি পশু দেখলেই তা বাজেয়াপ্ত করে সরকারি খোয়াড়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। গত মঙ্গলবার থেকে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলছে মাইকিং।
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নব্যেন্দু মাহালী বলেন , ‘প্রশাসনিকভাবে আলোচনা হয়েছে শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে রাস্তার চারিদিকে বিচরন করা গরুগুলি। তাই আমরা উদ্যোগ নিচ্ছি যাতে গরুগুলোকে বাজেয়াপ্ত করে কোন সংস্থাকে দেওয়া যায়। আমরা ইতিমধ্যেই একটি প্রস্তাব পুরুলিয়ার গৌরক্ষিণী সভা তথা গোশালাকে দিয়েছি। তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে তাহলে আমরা বাজেয়াপ্ত করা গরু গুলোকে গোসলায় রাখব। এছাড়াও ঝাড়খণ্ডের একটি স্বেচ্ছাসেবক সংস্থা আমাদের কাছে গরুগুলোকে সংরক্ষিত করার প্রস্তাব দিয়েছে। আগামী দিনে আলোচনা সপেক্ষে সিদ্ধান্ত হবে, বাজেয়াপ্ত করা গরু গুলি কোথায় রাখা হবে।’
advertisement
এ বিষয়ে গৌরক্ষিণী কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান ইতিমধ্যেই তাঁদের কাছে একটি প্রস্তাব দিয়েছে। তাঁদেরও বেশ কিছু প্রস্তাব রয়েছে। পৌরসভা যদি এই প্রস্তাবগুলি মেনে নেয় তাহলে তাঁরা বাজেযাপ্ত গরুগুলির দেখভাল করতে পারবে।
advertisement
ইতিপূর্বে পুরুলিয়া পৌরসভা ১৬ টি গরু বাজেয়াপ্ত করে গো-শালাকে দিয়েছিল দেখভাল করার জন্য। তার মধ্যে বর্তমানে রয়েছে ১৫ টি গরু। যা সম্পূর্ণ দেখভাল করে পুরুলিয়ার গোরক্ষানি কমিটি। আগামী দিনে পৌরসভার এই চিন্তা ভাবনা কতখানি বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 2:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: যানজট রুখতে এবার বাজেয়াপ্ত হতে চলেছে গবাদি পশু, জানুন বিস্তারিত!