Liquor: ১৮ কোটি টাকা! দোলের দিনে মদ বিক্রিতে রেকর্ড গড়ল দক্ষিণবঙ্গের এই জেলা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Liquor: ছাপিয়ে গেল সব জেলাকে। দোলের রঙিন মেজাজে আবির নয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি পূর্ব মেদিনীপুর জেলায়।
দিঘা: ছাপিয়ে গেল সব জেলাকে। দোলের রঙিন মেজাজে আবির নয় রেকর্ড পরিমাণ মদ বিক্রি পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্রের খবর, বিরাট অঙ্কের টাকার মদ বিক্রি হয়েছে এই জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় দোল উৎসব আবহে ১৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ফলে মদ বিক্রির নিরিখে প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। উৎসব আবহে রেকর্ড পরিমান মদ বিক্রিটা পূর্ব মেদিনীপুর জেলায় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
দুর্গাপুজো থেকে কালীপুজো বড়দিন থেকে নববর্ষের আনন্দ উচ্ছ্বাস কোনও কিছুতেই বাদ থাকে না মদ। আর তাতেই রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয় জেলায়। সেই রেশ বজায় থাকল দোল উৎসবেও। দোলের উৎসবে মাত্র চার দিনে পূর্ব মেদিনীপুরে রেকর্ড পরিমান বিক্রি হল মদ। চার দিনে ১৮কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে জানা যায় জেলা আবগারি দফতর থেকে।
advertisement
advertisement
দোল উৎসবের আগের দিন ১৩ মার্চ এই জেলায় মদ বিক্রির পরিমাণ ৪ কোটি ৩৭ লক্ষ টাকা। ১৪ মার্চ দোলের আরও কিছুটা বিক্রি বাড়ে। ওইদিন বিক্রির পরিমাণ ৪ কোটি ৭০ লক্ষ টাকা। এবং তার পরের দিন শনিবার ১৫ মার্চ ৪ কোটি ৮০ লক্ষ টাকা এবং ১৬ মার্চ রবিবার ৪ কোটি ৭৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা যায়, এই চার দিন জেলায় প্রায় সবকাটি কাউন্টার খোলা ছিল। মূলত কোলাঘাট থেকে দিঘা ও মন্দারমনি যাওয়ার রাস্তার পাশে থাকা বিলেতি মদের দোকানগুলি থেকে থেকে মদ বিক্রির পরিমাণ ভাল হয়েছে।
advertisement
এছাড়া দিঘা মন্দারমনি তাজপুরের মতজনপ্রিয় পর্যটন কেন্দ্র লাগাওয়া, বিলেতি মদের দোকানগুলিতে এই চারদিন রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। দোল উৎসব উপলক্ষে টানা ছুটি। আর এই ছুটিতে দিঘায় পর্যটকের ঢল নেমেছিল। সুরা প্রেমী পর্যটক ও জেলাবাসী আবির নয় বরং দোল উৎসবে মেতে ওঠে রঙিন মদের ফোয়ারায়।
দোল উৎসবে সূরা প্রেমীদের দৌলতে এবার লক্ষ্মীলাভ হয়েছে আবগারি দফতরে। বলা ভালো মতই রাজস্ব ঢুকেছে রাজ্যের ভাঁড়ারে। পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর সূত্রে জানা যায় টানা পাঁচ বছর পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে রাজ্যের মধ্যে এক নম্বর স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান। তাও প্রথম স্থানাধিকারী জেলার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা জেলার তথাৎ প্রায় ৫০০ কোটি টাকা।
advertisement
এ প্রসঙ্গে এক্সাইজ সুপার মণীশ শর্মা বলেন, ‘শেষ বছর এই জেলায় ১৫৯৬ কোটি টাকার মদ বিক্রি হয়। তারপর রাজ্য থেকে টার্গেট অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। এবছর ৩১ মার্চ শেষে সেই টাকার পরিমাণ বেড়ে প্রায় ১৭৫০ কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে রাজ্যের প্রথম স্থানে রয়েছে। এই জেলায় রেকর্ড পরিমাণ মদ বিক্রি কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে শিক্ষক মহলকে। শিক্ষক মহলের দাবি মূলত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকেরা আসছেন দিঘা ও মন্দারমনির মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে তাতেই জেলায় মদ বিক্রির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Liquor: ১৮ কোটি টাকা! দোলের দিনে মদ বিক্রিতে রেকর্ড গড়ল দক্ষিণবঙ্গের এই জেলা