Purulia: বাবা গো! পুরুলিয়ার রাস্তায় ওটা কে বেরিয়েছে? ভয়ে কাঁটা এলাকাবাসী, তারপরেই জানা গেল আসল ঘটনা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
এখানে প্রায়শই চলে আসে বন্য জীবজন্তু। তারমধ্যে ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই আতঙ্ক দানা বেঁধে ছিল জেলাবাসীর মনে। বিষয়টি নিয়ে তৎপরও হয়েছিল জেলা বনদফতর
পুরুলিয়া : হিংস্র জন্তু যদি রাস্তায় চলে আসে তাহলে তো চক্ষু চড়কগাছ হবেই। তার উপর যদি হয় পশুরাজ সিংহ তাহলে, তো ভয়ে হাড় হিম হয়ে যাওয়ার কথাা। পুরুলিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ। শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, যা দেখে রীতিমত ঘাবড়ে গিয়েছে বহু মানুষ। রীতিমত হইচই পড়ে গিয়েছে গোটা জেলাতেই।
প্রসঙ্গত , কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে একটি বিশালাকার সিংহ একটি পেট্রোল পাম্পে ঘোরাফেরা করছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছে পুরুলিয়া বনবিভাগ।
আরও পড়ুন– ‘দানা’-র জেরে ১২ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন , ‘এটি সম্পূর্ণ একটি মিথ্যে প্রচার করা হয়েছে। এই জেলায় সিংহের কোনও অবস্থান নেই। পুরোপুরি এটা একটা মিথ্যে গল্প। শুধু আমাদের জেলা কেন রাজ্যেও কোথাও নেই। রাজ্যে সিংহের অবস্থানের কোনও সন্ধান বন দফতরের কাছে নেই। আমার কাছে যা খবর আছে তাতে গুজরাতের গির অরন্যে সিংহ থাকার কথা জানা আছে। তাই আতঙ্কিত হবেন না। এগুলি গুজব ছড়াতে প্রচার করা হচ্ছে। কারও লিখিত অভিযোগ পেলে প্রচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
advertisement
বন জঙ্গলে ঘেরা জঙ্গলমহল পুরুলিয়া। এখানে প্রায়শই চলে আসে বন্য জীবজন্তু। তারমধ্যে ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই আতঙ্ক দানা বেঁধে ছিল জেলাবাসীর মনে। বিষয়টি নিয়ে তৎপরও হয়েছিল জেলা বনদফতর। ঘটনা সত্যতা প্রকাশে আসার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে জেলার মানুষ।
(নিউজ ১৮ বাংলা কোনও ভিত্তিহীন বিষয়কে মান্যতা দেয় না)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: বাবা গো! পুরুলিয়ার রাস্তায় ওটা কে বেরিয়েছে? ভয়ে কাঁটা এলাকাবাসী, তারপরেই জানা গেল আসল ঘটনা








