Panchayat Election 2023: হল না সাগরদিঘি মডেল, দুই জেলায় কংগ্রেসকে বাদ দিয়েই প্রার্থী ঘোষণা বামেদের
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনে জোট নিয়ে বামফ্রন্ট অথবা কংগ্রেস নেতৃত্ব এখনও নির্দিষ্ট কোনও অবস্থান জানায়নি৷
মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনেও সাগরদিঘি মডেলের পুনরাবৃত্তি হবে কি না তা নিয়ে জল্পনা ছিলই৷ কিন্তু কংগ্রেসের জন্য কোনও আসন না ছেড়েই দুই জেলার জেলা পরিষদ আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট৷
গতকালই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া৷ পঞ্চায়েত ভোটেও বাম-কংগ্রেস জোট হবে কি না, তা নিয়ে জল্পনা ছিলই রাজনৈতিক মহলে৷ এরই মধ্যে কংগ্রেসের জন্য কোনও আসন না ছেড়েই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদ আসনগুিলতে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট৷
advertisement
advertisement
আরও পড়ুন: ৪৪ দিন, ৪০০০ কিলোমিটার, ১৮ জেলা! বড় ‘মাইলফলক’ ছুঁয়েও নব জোয়ার নিয়ে বিরাট সিদ্ধান্ত অভিষেকের!
শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল জেলা বামফ্রন্ট। এ দিন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে এক সাক্ষাৎকারে সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ জানান, জেলা পরিষদের মোট ৬০টি আসনের মধ্যে ৫৫টি আসনে সিপিএম ও ৫টি আসনে প্রার্থী দেবে সিপিআই। কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হয়নি বলে জানিয়ে দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।https://bengali.news18.com/web-stories/business/rules-of-changing-torn-notes-from-banks-dmg-web/” width=”300″ height=”150″>
advertisement
একই ভাবে পূর্ব বর্ধমান জেলাতেও জেলা পরিষদের ৬৬টি আসনের মধ্যে ৬২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷ ফরওয়ার্ড ব্লক তিনটি, আরএসপি ও সিপিআই একটি করে আসনে প্রার্থী দেবে। বাকি আসনগুলিতে সিপিএম লড়াই করবে। বাকি চারটি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
পঞ্চায়েত নির্বাচনে জোট নিয়ে বামফ্রন্ট অথবা কংগ্রেস নেতৃত্ব এখনও নির্দিষ্ট কোনও অবস্থান জানায়নি৷ তবে দু দিন আগেই দলের রাজ্য সম্পাদকমণ্ডলীতে সাগরদিঘি মডেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের পক্ষেই সওয়াল করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ পঞ্চায়েত নির্বাচনে শেষ পর্যন্ত দুই দলের রণকৌশল কী হয়, নজর এখন সেিদকেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 8:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: হল না সাগরদিঘি মডেল, দুই জেলায় কংগ্রেসকে বাদ দিয়েই প্রার্থী ঘোষণা বামেদের