Laxmi Puja 2025 : বাড়ির পোষ্য বিড়ালকে নিয়ে এ কী কাণ্ড! মহিলা সমিতির সম্পাদকের বাড়িতে হইহই ব্যাপার, দেখে হতবাক গ্রামের মানুষ
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Laxmi Puja 2025 : শুধু লক্ষ্মীর আরাধনা নয়, এই বছরের পুজোয় বিশেষ স্থান পেয়েছে তাদের বাড়ির পোষ্য বিড়াল। মা ষষ্ঠীর বাহনের আরাধনা করেছেন মহিলা সমিতির সম্পাদক।
হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: সুন্দরবনে ব্যতিক্রমী কোজাগরী লক্ষ্মীপুজো। সসম্মানে পুজিত হল বাড়ির পোষ্য বিড়াল। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকার আমবেড়িয়ায় এবারের কোজাগরী লক্ষ্মীপুজো ছিল অন্যরকম। স্থানীয় মহিলা সমিতির সম্পাদক পারুল জেদ্দার এবং গৃহকর্ত্রী স্নিগ্ধা সরকার নিজ বাড়িতেই উদযাপন করলেন সম্পূর্ণ পারিবারিক ও ব্যতিক্রমী আয়োজন।
শুধু লক্ষ্মীর আরাধনা নয়, এই বছরের পুজোয় বিশেষ স্থান পেয়েছিল তাদের বাড়ির পোষ্য বিড়াল। গৃহকর্ত্রী পারুল যোদ্ধা বলেন, বিড়াল মা ষষ্ঠী দেবীর বাহন। লক্ষ্মীর মতোই ধন-সম্পদ এবং শান্তি রক্ষা করে। ঠিক তেমনি আমাদের পোষ্য বিড়ালও পরিবারকে বিপদে-আপদে পাশে থাকে। তাই আমাদের বাড়িতেও তাকে সম্মানে পুজো করেছি।
আরও পড়ুন : দুর্গাপুজোর চেয়েও বেশি জাঁকজমক! পাঁচ দিন ধরে আলোর বাহারে মেতে ওঠে পুরুলিয়ার এই গ্রাম
এই অনন্য দৃষ্টান্ত শুধু ধর্মীয় ভক্তি নয়, বরং পোষ্য প্রাণী ও মানুষের মধ্যে স্নেহ ও দায়িত্ববোধ প্রদর্শনের বার্তাও বহন করছে। আমবেড়িয়ার এই উদাহরণ স্থানীয় সমাজে পোষ্য প্রাণীকে সম্মান প্রদানের নতুন মাত্রা যোগ করেছে। পারুল জোদ্দার বলেন, “সমাজে আমাদের ছোট ছোট উদাহরণগুলোই বড় বার্তা পৌঁছে দিতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধুমাত্র মানুষ নয়, প্রাণীদেরও আমাদের ভালবাসা ও সম্মান দরকার। পুজোর এ ধরনের উদ্ভাবনী রীতি দেখিয়েছে, কিভাবে প্রাচীন উৎসবকে আধুনিক চিন্তা ও প্রাণীপ্রেমের সঙ্গে মেলানো যায়। স্থানীয়রা এ অনুষ্ঠান দেখে উৎসাহী হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 07, 2025 2:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2025 : বাড়ির পোষ্য বিড়ালকে নিয়ে এ কী কাণ্ড! মহিলা সমিতির সম্পাদকের বাড়িতে হইহই ব্যাপার, দেখে হতবাক গ্রামের মানুষ






