Laxmi Puja 2025 : দুর্গাপুজোর চেয়েও বেশি জাঁকজমক! পাঁচ দিন ধরে আলোর বাহারে মেতে ওঠে পুরুলিয়ার এই গ্রাম

Last Updated:

Laxmi Puja 2025 : এই গ্রামে লক্ষ্মীপুজোতে হয় আসল উৎসব। পাঁচ দিনব্যাপী পুজোয় মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ। পুজো মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা লবকিছুই নজরকাড়া।

+
উৎসবের

উৎসবের রঙে রঙিন কল্লোলী

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের কল্লোলী গ্রামে কোজাগরী লক্ষী পুজো এবারও নজর কাড়ল দর্শনার্থীদের। পুজোর প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল পুজো মণ্ডপে। এই লক্ষ্মীপুজোই কল্লোলী গ্রামের প্রধান উৎসব। যদিও গ্রামে দুর্গাপুজো ও কালীপুজোও হয়, তবে লক্ষ্মীপুজোর জৌলুস ও ব্যাপ্তি আলাদা মাত্রার।
পাঁচ দিনব্যাপী এই উৎসবকে ঘিরে গোটা গ্রাম যেন উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনদের আগমন, রান্নাবান্না, হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো কল্লোলী গ্রাম। অনেক মেয়েই শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন বাপের বাড়িতে। এই পুজো শুধুমাত্র দেবী আরাধনা নয়, এটি সম্পর্ক, স্মৃতি এবং আবেগের উৎসবও বটে।
আরও পড়ুন : সর্বস্ব হারিয়ে পিঠ ঠেকেছে দেওয়ালে! দুর্ভোগের শেষ নেই, এবার বন্যা ও ভাঙন রোধের দাবিতে পথে পড়ুয়ারা
কল্লোলী গ্রামের এই লক্ষ্মীপুজো এবার ১০ বছরে পদার্পণ করল। ‘কল্লোলী লক্ষ্মীপুজো কমিটি’র উদ্যোগে আয়োজিত এই পুজোর বাজেট এবার প্রায় ২ লক্ষ টাকা। প্রতিবারের মতোই এবছরও পুজো মণ্ডপ, প্রতিমা ও চোখধাঁধানো আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে। বিশেষ করে আলোর বাহার ও থিম ভিত্তিক সাজসজ্জা আলাদা মাত্রা এনে দিয়েছে গোটা উৎসবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কল্লোলী গ্রামের এই কোজাগরী লক্ষ্মীপুজো এখন শুধু একটি গ্রামের উৎসব নয়, এটি হয়ে উঠেছে পুরো কাশীপুর এলাকার এক অন্যতম আকর্ষণ। যেখানে ধর্ম আর সংস্কৃতির পাশাপাশি হৃদয়ের টানেও মানুষ ছুটে আসেন বছরের পর বছর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2025 : দুর্গাপুজোর চেয়েও বেশি জাঁকজমক! পাঁচ দিন ধরে আলোর বাহারে মেতে ওঠে পুরুলিয়ার এই গ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement