Corona in West Bengal: বাংলার গ্রামে-গ্রামেও গোষ্ঠী সংক্রমণ? আশঙ্কা বাড়াচ্ছে 'এই' জায়গাগুলি...
- Published by:Suman Biswas
Last Updated:
Corona in West Bengal: শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে পরীক্ষা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, পূর্বস্থলী, মেমারি,রায়না, খণ্ডঘোষ সহ গ্রামীণ এলাকাগুলিতে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। ঘনবসতিপূর্ণ জনবহুল শহর এলাকার পাশাপাশি অপেক্ষাকৃত ফাঁকা গ্রামীণ এলাকাগুলিতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন সেইসব এলাকার বাসিন্দারা। শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে পরীক্ষা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ৭৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে আউশগ্রাম 1 নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ২৮ জন। আউশগ্রাম দু'নম্বর ব্লকে একজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ভাতার ও বর্ধমান ১ নম্বর ব্লকে কুড়িজন করে করোনা আক্রান্ত হয়েছেন। বর্ধমান দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ জন। গলসি ১ নম্বর ব্লকের দুজন ও গলসি দু'নম্বর ব্লকে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন জামালপুর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন।
advertisement
advertisement
কালনা ১ নম্বর ব্লকের গত ২৪ ঘন্টায় ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কালনা ২ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। মন্তেশ্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন ।পূর্বস্থলী দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন।
advertisement
কাটোয়া মহকুমাতেও দ্রুত ছড়াচ্ছে করোনা। কাটোয়া ১ নম্বর ব্লকের ১৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কাটোয়া দু'নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ৬ জন। কেতুগ্রাম ১ নম্বর ব্লকে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেতুগ্রাম ২ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ন জন। খণ্ডঘোষ ব্লকের ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মেমারি ১ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন। মেমারি দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। মঙ্গলকোট ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। রায়না এক নম্বর ব্লকে ২৭ জন ও রায়না দু'নম্বর ব্লকে ১৫ জন নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2022 1:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corona in West Bengal: বাংলার গ্রামে-গ্রামেও গোষ্ঠী সংক্রমণ? আশঙ্কা বাড়াচ্ছে 'এই' জায়গাগুলি...