Siliguri: ছিলেন তৃণমূল নেতা, এখন নির্দল, হঠাৎ সদলবলে বসে পড়লেন থানায়! বিষয়টা কী?

Last Updated:

Siliguri: শাসকের বিরুদ্ধে পোস্টার, ফ্লেক্স ছেড়ার অভিযোগ, প্রতিবাদে থানায় অবস্থানে বসতেই আটক বহিষ্কৃত তৃণমূল নেতা বিকাশ সরকার।

বিকাশ সরকার আটক
বিকাশ সরকার আটক
#শিলিগুড়ি: আর মাঝে দিন কয়েক বাকি। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার নির্বাচন। তার আগেই এক নির্দল প্রার্থীকে আটক করা নিয়ে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। এবারের নির্বাচনে দলীয় প্রার্থী তৃণমূলের প্রতুল চক্রবর্তীকে পছন্দ না হওয়ায় নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত নেন ২৪ নং ওয়ার্ডের বিকাশ সরকার। দলের বিরুদ্ধে যাওয়ায় গত পরশু তাঁকে দলের যুব সংগঠনের রাজ্য সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। এমনকী দল থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। এনিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য অবশ্য তিনি করেননি।
বুধবার সকালে প্রচারে বের হওয়ার মুখে তিনি খবর পান নির্বাচনী বুথে তাঁর সমর্থনে সাঁটানো ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। ওয়ার্ডে আরো কয়েকটি ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি। ঘটনার প্রতিবাদে সোজা অনুগামীদের নিয়ে শিলিগুড়ি থানায় পৌঁছন তিনি। সদলবলে থানার মধ্যেই অবস্থানে বসেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা বিকাশ সরকার। অবস্থানে বসতে না বসতেই পুলিশ বিকাশ সহ ২ জনকে আটক করে। কোভিডকালে বিনা অনুমতিতে থানায় জড়ো হয়ে ধর্নায় বসার অভিযোগে আটক করা হয় তাঁকে। এতেই উত্তেজনা ছড়ায়। থানায় ভিড় জমান বিকাশের অনুগামীরা।
advertisement
advertisement
বিকাশ সরকারের অভিযোগ, "আমার ব্যানার, পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। শাসক দলেরই এই কাজ। তবে আমি মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের কথা বলছি না। এভাবে আমার ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলে মানুষের মন থেকে আমাকে মুছতে পারবে না। বিকাশ সরকার মানুষের অন্তরের মধ্যে আছে। আমি ৩৬ বছর ধরে মানুষের সেবা করে আসছি।"
advertisement
তাঁর অনুগামীদেরও দাবি, ''এভাবে আমাদের চাপে ফেলা যাবে না। ২৫ জানুয়ারি নির্বাচনের ফলেই তার প্রমাণ মিলবে।'' প্রসঙ্গত তাঁর পাশে থাকায় ২৪ নং ওয়ার্ড তৃণমূল সভাপতিকেও বহিষ্কার করেছে দল।
এদিকে বিকাশ সরকারকে পুলিশের আটক করা প্রসঙ্গে তৃণমূল নেতা গৌতম দেব বলেন, "আমি এ সম্পর্কে কিছুই জানি না। আর রাজ্যে অন্যত্রও তো নির্বাচন হচ্ছে। তৃণমূল কোথাও পোস্টার, ব্যানার ছেড়েনি।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: ছিলেন তৃণমূল নেতা, এখন নির্দল, হঠাৎ সদলবলে বসে পড়লেন থানায়! বিষয়টা কী?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement