Municipality Corporation Election 2022: বিপর্যয় ঘোষণা করে পিছনো হবে রাজ্যের পুর নিগমের ভোট? জোর সওয়াল বিকাশ রঞ্জনের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Municipality Corporation Election 2022: বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে বলেন, ''পশ্চিমবঙ্গ সংক্রমণে প্রথম স্থানে রয়েছে। তাই এই হলফনামায় উল্লেখের দিকে না তাকিয়ে, নির্বাচন পিছোনো উচিত। দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের অক্সিজেন নিয়ে সতর্ক করেছেন। কী পরিস্থিতি অপেক্ষা করছে আমরা কেউ জানি না।''
#কলকাতা: চার পুর নিগমে এখনই ভোট হওয়া সম্ভব কিনা, তা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন হলফনামা পেশ করল আদালতে। রাজ্য সরকারও হলফনামা জমা দিয়েছে এ বিষয়ে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে বলেন, ''পশ্চিমবঙ্গ সংক্রমণে প্রথম স্থানে রয়েছে। তাই এই হলফনামায় উল্লেখের দিকে না তাকিয়ে, নির্বাচন পিছোনো উচিত। দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের অক্সিজেন নিয়ে সতর্ক করেছেন। কী পরিস্থিতি অপেক্ষা করছে আমরা কেউ জানি না।''
বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আরও বলেন, ''ভোট পরিচালনার প্রশ্নে সর্বোচ্চ ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের। নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষমতা কমিশনের আছে। এই গুরুতর পরিস্থিতিতে আদালত নির্বাচন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিক।'' এদিকে বিজেপি-ও ৪ পুরনিগমের ভোট পিছোনোর আবেদন করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে৷
বিজেপি আইনজীবী এদিন আদালতে বলেন, ''রাজ্যের কোভিড পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ৪০% কাছাকাছি কোভিড পজিটিভিটি রেট রাজ্যে। এই বদলে যাওয়া পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া ছাড়া অন্য বিকল্প কিছু নেই।'' যদিও কমিশনের আইনজীবী বলেন, ''ভোটের দিনক্ষণ চূড়ান্ত করে প্রথমে রাজ্য। আইন তাই বলছে। আমরা রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করি।''
advertisement
advertisement
এরপরই প্রধান বিচারপতি পাল্টা বলেন, ''সংবিধান তো বলছে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। তাহলে রাজ্যকে কমিশনের হ্যান্ডস বলতে চাইছেন কেন? কমিশন বলছে রাজ্য দিনক্ষণ চূড়ান্ত করে, আর রাজ্য বলছে আলোচনার ভিত্তিতে ঠিক হয় নির্ঘন্ট।
কোনটা ঠিক?''
এরপরই কমিশনের আইনজীবী বলেন, ''দিনক্ষণের প্রাথমিক প্রস্তাব দেবে রাজ্য। তারপর আলোচনার ভিত্তিতে চূড়ান্ত নির্ঘন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।'' যদিও রাজ্যের তরফে এদিন আইনজীবী বলেন, ''ভোট পরিচালনা ও ভোট পিছোনোর প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই।''
advertisement
এরপর আদালত সাফ জানিয়ে দেয়, আর কোনও অতিরিক্ত সময় কমিশনকে দেওয়া যাবে না। কমিশনের আইনজীবী জেনে এসে জানাক, ভোট পিছোনোর কোনও আইনি পথ বা সংস্থান আছে কিনা তাদের কাছে।'' এরপরই কমিশনের আইনজীবী কোর্ট রুম ছেড়ে বেরিয়ে যান।
advertisement
এরপর ফের কমিশনের চূড়ান্ত অবস্থান জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা জানায়, কমিশনের ক্ষমতা নেই বিজ্ঞপ্তি জারি হওয়া নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। যদি রাজ্য না বিপর্যয় ঘোষণা করে। কমিশনকে সংবিধান বোঝাচ্ছেন এখন প্রধান বিচারপতি। কমিশন কোভিড পরিস্থিতি যাচাই করতে অক্ষম। রাজ্য কোভিড পরিস্থিতি জরিপ করে বললে, তবেই কমিশন সেটা বুঝবে, এটাই বলতে চাইছে তো কমিশন। প্রধান বিচারপতির নানা প্রশ্নের মুখে কমিশনের আইনজীবী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2022 12:31 PM IST