Mamata Banerjee: ‘আমার কুড়মি ভাইয়েরা এটা করতে পারে না, এটা বিজেপি করেছে’, ভাঙচুর, বিক্ষোভ নিয়ে মমতা
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: তিনি বললেন, তিনি বিশ্বাস করেন এই কাজ কুড়মি সম্প্রদায়ের মানুষেরা করেননি৷ বিজেপির লোকেরা ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে৷
শালবনী: কুড়মি আন্দোলনের উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইচ্ছা করে রাজ্যে মণিপুরের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি৷ পাশাপাশি তিনি বললেন, তিনি বিশ্বাস করেন এই কাজ কুড়মি সম্প্রদায়ের মানুষেরা করেননি৷ বিজেপির লোকেরা ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে৷
এ দিন সভা থেকে সেদিন হিংসাত্মক ঘটনাকে আক্রমণ করে মমতা বলেন, ‘বীরবাহার গাড়ি গতকাল ভাঙচুর করেছে৷ ওর গাড়ি ভেঙেছে৷ আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা এটা করতে পারে না৷ এটা বিজেপি দল করেছে৷ অভিষেককে আক্রমণ করতে গিয়েছিল। মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে৷ পুলিশ পুলিশের কাজ করবে৷ গদ্দারি করে, বাংলা বা তৃণমূলকে শেষ করতে পারবেন না৷’
advertisement
advertisement
এর পরেই মণিপুর প্রসঙ্গ টেনে আনেন মমতা৷ তিনি বলেন, ‘ওরা মণিপুরের মতো জাতিগত দাঙ্গা লাগাতে চাইছে৷ কুড়মি আর আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে৷ এর জন্য অনেক টাকা দিচ্ছে। অনেক নেতার কাছে কোটি কোটি টাকা দিয়েছে৷ আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে৷ মণিপুরের মতো করবে৷ দিল্লি থেকে সেনা চলে আসবে৷ গুলি চালাবে। মারা গেলে কেস করতে পারবেন না।’
advertisement
আন্দোলন নিয়ে মমতা বক্তব্য, ‘যাঁরা রোজ রেল অবরোধ করছেন, বাড়ি, গাড়ি ভাঙছেন৷ তাঁদের বলছি ভাল ভাবে থাকতে হলে, আপনাদের মাথায় আমি ছাতা ধরব। আমি সব সহ্য করতে পারি, কিন্তু রক্ত আর চোখ রাঙানি সহ্য করতে পারি না৷ দিল্লি আমাকে অনেক ধমকায়৷ অনেক চমক দেয়৷ আর ছ’মাস অপেক্ষা করুন৷ দিল্লি বদলাবে৷’
advertisement
তারপর তিনি প্রতিবাদীদের উদ্দেশ্যে বলেন, ‘মাহাত ভাইদের ভেবে দেখতে বলব৷ স্কুল করতে বললে করে দেব। যতটুকু করতে পারি, এই সমস্যার মধ্যে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 6:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: ‘আমার কুড়মি ভাইয়েরা এটা করতে পারে না, এটা বিজেপি করেছে’, ভাঙচুর, বিক্ষোভ নিয়ে মমতা







