Mamata Banerjee: ‘আমার কুড়মি ভাইয়েরা এটা করতে পারে না, এটা বিজেপি করেছে’, ভাঙচুর, বিক্ষোভ নিয়ে মমতা

Last Updated:

Mamata Banerjee: তিনি বললেন, তিনি বিশ্বাস করেন এই কাজ কুড়মি সম্প্রদায়ের মানুষেরা করেননি৷ বিজেপির লোকেরা ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে৷

ফাইল ছবি
ফাইল ছবি
শালবনী: কুড়মি আন্দোলনের উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইচ্ছা করে রাজ্যে মণিপুরের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি৷ পাশাপাশি তিনি বললেন, তিনি বিশ্বাস করেন এই কাজ কুড়মি সম্প্রদায়ের মানুষেরা করেননি৷ বিজেপির লোকেরা ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছে৷
এ দিন সভা থেকে সেদিন হিংসাত্মক ঘটনাকে আক্রমণ করে মমতা বলেন, ‘বীরবাহার গাড়ি গতকাল ভাঙচুর করেছে৷ ওর গাড়ি ভেঙেছে৷ আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা এটা করতে পারে না৷ এটা বিজেপি দল করেছে৷ অভিষেককে আক্রমণ করতে গিয়েছিল। মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে৷ পুলিশ পুলিশের কাজ করবে৷ গদ্দারি করে, বাংলা বা তৃণমূলকে শেষ করতে পারবেন না৷’
advertisement
advertisement
এর পরেই মণিপুর প্রসঙ্গ টেনে আনেন মমতা৷ তিনি বলেন, ‘ওরা মণিপুরের মতো জাতিগত দাঙ্গা লাগাতে চাইছে৷ কুড়মি আর আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে৷ এর জন্য অনেক টাকা দিচ্ছে। অনেক নেতার কাছে কোটি কোটি টাকা দিয়েছে৷ আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে৷ মণিপুরের মতো করবে৷ দিল্লি থেকে সেনা চলে আসবে৷ গুলি চালাবে। মারা গেলে কেস করতে পারবেন না।’
advertisement
আন্দোলন নিয়ে মমতা বক্তব্য, ‘যাঁরা রোজ রেল অবরোধ করছেন, বাড়ি, গাড়ি ভাঙছেন৷ তাঁদের বলছি ভাল ভাবে থাকতে হলে, আপনাদের মাথায় আমি ছাতা ধরব। আমি সব সহ্য করতে পারি, কিন্তু রক্ত আর চোখ রাঙানি সহ্য করতে পারি না৷ দিল্লি আমাকে অনেক ধমকায়৷ অনেক চমক দেয়৷ আর ছ’মাস অপেক্ষা করুন৷ দিল্লি বদলাবে৷’
advertisement
তারপর তিনি প্রতিবাদীদের উদ্দেশ্যে বলেন, ‘মাহাত ভাইদের ভেবে দেখতে বলব৷ স্কুল করতে বললে করে দেব। যতটুকু করতে পারি, এই সমস্যার মধ্যে।’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: ‘আমার কুড়মি ভাইয়েরা এটা করতে পারে না, এটা বিজেপি করেছে’, ভাঙচুর, বিক্ষোভ নিয়ে মমতা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement