হাতে এসে গিয়েছে ডেথ সার্টিফিকেট! এ দিকে জীবিত মহিলা হেঁটেচলে বেড়ান, কুলতলিতে অবাক কাণ্ড!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
Death Certificate: সরকারি প্রকল্পের সুবিধা নিতে জীবিত মহিলার ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে তা সরকারি দফতরে জমা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
কুলতলি: সরকারি প্রকল্পের সুবিধা নিতে জীবিত মহিলার ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে তা সরকারি দফতরে জমা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। অভিযুক্ত কুলতলির কৃত্তনখোলার বাসিন্দা সাহাদুল লস্কর। অভিযোগ, কুন্দখালি গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাবানা নস্করের নামে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়।
advertisement
advertisement
অথচ তিনি গোপালগঞ্জের বাসিন্দা নন। সাবানার বাবার দাবি, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে ২ লক্ষ টাকা এককালীন সাহায্য পেতে নকল নথি জমা দেওয়া হয় এডিও অফিসে। জমা দেওয়া নথিগুলির মধ্যে আধার বাদে সবই জাল। এমনকি সাবানার নামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলেও অভিযোগ। ঘটনার সূত্রপাত, যখন সাবানার বাবা স্বাস্থ্যসাথী কার্ড শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে গিয়ে জানতে পারেন মেয়ের নামে ডেথ সার্টিফিকেট জারি হয়ে গিয়েছে।
advertisement
বিস্ময়ের বিষয়, অভিযুক্ত সাহাদুল লস্কর ও সাবানার বাবার নাম একই হলেও বুথ নম্বর ও পিতৃপরিচয়ে ফারাক রয়েছে। এই বিষয়ে গোপালগঞ্জ পঞ্চায়েতের প্রধান বিমল সরদার বলেন, “এইভাবে মৃত্যু সনদপত্র দেওয়ার কথা নয়। তদন্ত হচ্ছে।” কুলতলির এডিএলআরও সৌরভ পাড়িয়া জানান, “বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত চলছে। সাবানার পরিবারের অভিযোগ, থানায় ও বিডিও অফিসে জানালেও শুরুতে অভিযোগ নিতে গড়িমসি করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতে এসে গিয়েছে ডেথ সার্টিফিকেট! এ দিকে জীবিত মহিলা হেঁটেচলে বেড়ান, কুলতলিতে অবাক কাণ্ড!