ট্রেনের লোয়ার বার্থে বসেছিলেন যুবক, একদল 'আঙ্কেল' লাঞ্চ নিয়ে এসে বললেন, 'এখানে বসি?' এর পরেই হাহাকার!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway: এক যুবক ট্রেনে পেয়েছিলেন কাঙ্ক্ষিত লোয়ার বার্থ। কিন্তু কিছু 'আঙ্কেল'-এর লাঞ্চ পার্টির চাপে সেই আসনই হয়ে উঠল বিভীষিকা। দেখুন কী ঘটল তাঁর সঙ্গে!
ট্রেনে যাত্রার সময় অনেক সময়েই এমন কিছু অভিজ্ঞতা হয়, যেগুলো সারাজীবন মনে থেকে যায়। এক যুবকের সঙ্গে এমনই এক বিরক্তিকর ঘটনার কথা সোশ্যাল মিডিয়ার Reddit-এ ভাইরাল হয়ে ঘুরছে, যেখানে তিনি জানিয়েছেন কী ভাবে কিছু 'আঙ্কল’ অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য তাঁর যাত্রা পণ্ড হয়েছে! আপনাদের সঙ্গেও এমনটা হওয়ার আগে সচেতন হন। নিয়ম জানুন। (Representational Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আরও জানতে চেয়েছেন— "সবচেয়ে নম্রভাবে কীভাবে কাউকে বোঝানো যায় যে তারা আমার আসন ছেড়ে দিক, যাতে ব্যাপারটা খারাপ না দেখায়?" এই পোস্টে এখন পর্যন্ত ১২০০-রও বেশি আপভোট পড়েছে, এবং ৮০-র বেশি মন্তব্য এসেছে। অনেকেই মন্তব্য করেছেন:
🔸 একজন লিখেছেন—
"ভাই, নম্রতা দেখানোর কোনো দরকার নেই। বুকিংয়ের সময় নিজের পছন্দমতো আসন চেয়েছি, তাই পেয়েছি। মাঝের বা উপরের বার্থে আমি আরাম পাই না—সোজা বললেই হবে। ওরা উঠবে।"
🔸 একজন লিখেছেন—
"ভাই, নম্রতা দেখানোর কোনো দরকার নেই। বুকিংয়ের সময় নিজের পছন্দমতো আসন চেয়েছি, তাই পেয়েছি। মাঝের বা উপরের বার্থে আমি আরাম পাই না—সোজা বললেই হবে। ওরা উঠবে।"
advertisement