Kulpukur Kali Puja 2024: কুলপুকুরের জাগ্রত কালী, খালি হাতে ফেরান না কাউকে এমনই বিশ্বাস! রাতভর জেগে রইলেন লক্ষাধিক ভক্ত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Kulpukur Kali Puja 2024: মায়ের সঙ্গে রাতভর জেগে রইলেন লক্ষাধিক ভক্ত, অনুষ্ঠিত হল কুলপুকুর মায়ের বিশেষ পুজো।
উত্তর ২৪ পরগনা: আনন্দ উৎসব নাচ গানের মধ্যে দিয়ে আনা হল এই মা-কে। লক্ষাধিক ভক্তসমোগমে রাতভর হল বিশেষ পুজো। ৬৯ তম প্রতিষ্ঠা দিবস এমন ভাবেই পালিত হল জেলার এই বিশেষ জাগ্রত কালী মন্দিরে। প্রাচীন যশোর রোডের পার্শ্ববর্তী এই মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা। রাত বাড়লেই জেগে ওঠেন এই মন্দিরের আরাধ্য দেবী।
যশোর রোড দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রীরা অনেক বার নানা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন বলেও জানা যায়। জেলার জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম কুলপুকুর কালী মন্দির। প্রতিদিনই নিয়ম করে চলে মা-র পুজো। তবে এদিন ছিল কুলপুকুর মায়ের বার্ষিক পুজো। পূজো উপলক্ষে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। লক্ষাধিক ভক্তসমাগম ঘটে এই দিনে, তাই মন্দির এর চার পাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
advertisement
আরও পড়ুন: ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী কে? নাম নিলেন না অভিষেক! চমকে উঠল ব্রিগেড, তারপর…
মন্দির চত্বর সাজানো হয়েছে ফুলের নানা কারুকার্যে, মন্দিরের চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশের তরফ থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এই পুজো উপলক্ষে। এদিন সুবিশাল মাতৃ মূর্তি নিয়ে হাবরা থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে চলে শোভাযাত্রা। রাস্তার দু’পাশে বহু মানুষ ভিড় করেন মাকে একবার চক্ষুশ দেখার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রার্থী তালিকায় বিরাট চমক মমতার! বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলল প্রার্থীদের নাম
মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না কাউকেই। শোনা যায় যশোর রোড দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা, বহু সময় গভীর রাতে ওই মন্দির এলাকায় কখনও বুড়িমা আবার কখনও ছোট্ট শিশুকন্যার বেশে দেবীর উপস্থিতি অনুভব করেছেন। এমনকি দ্রুতগতির যানবাহনও মন্দির এর সামনে গিয়ে ধীরগতি হয়ে যায় বলেও জানান অনেকে। এলাহী আয়োজন করা হয়েছে এই পূজা উপলক্ষে। মন্দির কমিটির সূত্রে জানা যায়, এক শনিবার পার্শ্ববর্তী পুকুরে দেবীর বিসর্জন দিয়ে, পরবর্তী শনিবারে দেবীকে মন্দিরে নিয়ে আসার রীতি রয়েছে।
advertisement
ভক্তরা জানান সাংসারিক সমস্যা থেকে ভালবাসা, সন্তানের পড়াশোনা থেকে চাকরি– মাকে নিজের মনের কথা জানালে কাউকেই ফেরার না কুলপুকুরের এই জাগ্রত মা কালী। সারা রাত ধরে চলে বিশেষ পুজো। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলাও। আগামীতে এই মন্দিরেই পাওয়া এক নারায়ণ শিলা প্রতিষ্ঠা করা হবে। এদিন মায়ের স্বর্ণালংকার দেখতেও ভিড় জমে বহু মানুষের।
advertisement
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kulpukur Kali Puja 2024: কুলপুকুরের জাগ্রত কালী, খালি হাতে ফেরান না কাউকে এমনই বিশ্বাস! রাতভর জেগে রইলেন লক্ষাধিক ভক্ত