Kolaghat TMC Leader : গা ঢাকা আগেই, এ বার পার্থ গ্রেফতার হতেই মোবাইল বন্ধ কোলাঘাটের এক তৃণমূল নেতার

Last Updated:

Kolaghat TMC Leader : এ বার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর পরই নিজের মোবাইল সুইচড অফ করলেন কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইত

কোলাঘাটের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অতনু গুছাইতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই
কোলাঘাটের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অতনু গুছাইতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই
কোলাঘাট : বাড়িতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন অনেক আগেই । চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি  হওয়ার পর থেকে তাঁকে আর দেখাই যাচ্ছে না । এ বার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর পরই নিজের মোবাইল সুইচড অফ করলেন কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইত।
কোলাঘাটের কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অতনু গুছাইতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কোলাঘাটে বিশাল বাড়ি। ঝাড়গ্রামে ফার্ম হাউস, হাওড়া জেলায় সুবিশাল বাড়ি-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে অতনুর জমি-জায়গা, সম্পত্তি।  শুধু পূর্ব মেদিনীপুর নয়, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলা থেকেও চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত অতনু টাকা তুলেছেন বলে অভিযোগ। অতনু এবং তাঁর স্ত্রী মানসীর জীবনযাপন ছিল বিলাসবহুল।
advertisement
advertisement
আরও পড়ুন : ভোটে না জিতেই হয়েছিলেন মেয়র, আসানসোল উপনির্বাচনে এবার প্রার্থী বিধান উপাধ্যায়!
এলাকায় কেউ বাড়ি করলে ইমারতি দ্রব্য নিয়ে গেলে সেখানে অতনুকে কমিশন দিতে হত বলেও অভিযোগ এলাকাবাসীর । শোনা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই কোলাঘাটে আর দেখা যায় না অতনু এবং তাঁর স্ত্রীকে। তার উপর এখন মোবাইলও সুইচড অফ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolaghat TMC Leader : গা ঢাকা আগেই, এ বার পার্থ গ্রেফতার হতেই মোবাইল বন্ধ কোলাঘাটের এক তৃণমূল নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement