Winter Vegetable Cultivation: শীতের সবজির ভাল ফলন পেতে জেনে নিন কৃষি বিজ্ঞানীর পরামর্শ

Last Updated:

আর কয়েকদিন পরে সবজি চাষ শুরু হবে আর কিভাবে এই শীতের সবজি চাষ করবেন এবং যাতে ফসল ভাল হবে জেনে নিন কৃষি বিজ্ঞানের পরামর্শ।

+
জমিতে

জমিতে সবজি চাষী রা

দক্ষিণ ২৪ পরগনা : আর কয়েকদিন পরে সবজি চাষ শুরু হবে আর কিভাবে এই শীতের সবজি চাষ করবেন এবং যাতে ফসল ভাল হবে জেনে নিন কৃষি বিজ্ঞানের পরামর্শ। কিছু পরিকল্পনা করে সবজি বাগান সারা বছরই ফলনশীল হতে পারে। উত্তর জলবায়ুতে গাছপালা দীর্ঘকাল ধরে বৃদ্ধি পায় এবং শীতকালীন ফসলে জল প্রয়োজন কম হয়। শীতের সময় মাটিতে আর্দ্রতা বেশি এবং সবজি বাগানে আগাছা কম থাকে। কীটপতঙ্গ এবং রোগের পরিমাণ অন্য সময় থেকে কম থাকে। শীতকালীন সুরক্ষা পদ্ধতিগুলি মেনে চললে ফসল রক্ষা করার করা যেতে পারে।
মূলত শীতকালে মটরশুটি, পালং শাক, সবুজ বাঁধাকপি, ওলকপি শীতকালীন ফসল। কিছু কিছু গাছ আছে, যা সরাসরি মুল জমিতে রোপন করা যায় না। প্রথমে বীজতলায় বিশেষ পরিচর্যার মাধ্যেমে চারা তৈরি করে নেওয়া হয়। পরবর্তিতে মূল জমিতে রোপন করা হয়। বেগুন, ফুলকপি, বাধাকপি সহ আরও অনেক গাছের চারা বীজতলায় তৈরিকরা হয়ে থাকে। বিশেষভাবে পরিচর্যার মাধ্যেমে বীজ থেকে রোপন উপযুক্ত চারা তৈরি করা হয়।
advertisement
advertisement
বীজতলা তৈরিতে যে সকল বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। বীজতলার জন্য কেমন জায়গা নির্বাচণ করব। কতো বড়ো জায়গা জুড়ে বীজতলা হবে, মাটি শোধণ কীভাবে করব,বীজতলা কীভাবে প্রস্তুত করব। কী কী সার দিতে হবে,বপনের আগে বীজ কীভাবে প্রস্তুত করব,বীজ কতুটুকু গভীরে বপন করব। এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। বীজতলার জন্য অবশ্যই অবশ্যই ছায়া মুক্ত উচু যায়গা নির্বাচন করতে হবে। পরিচর্যার সুবিধার্থে আদর্শ বীজতলার মাপ দেওয়া হয়েছে ১ মিটার প্রস্থ ও ৩ মিটার দৈর্ঘ।
advertisement
নির্দিষ্ট জায়গা চাষ দিয়ে বা কোদাল দিয়ে বার বার কুপিয়ে ঢিলগুলো একেবারে গুড়ো করে নিতে হয়। অনেকে বীজতলার মাটি চালুনি দ্বারা চেলে নেন। এটা খুবই উত্তম পদ্ধতি। বীজতলায় রাসায়নিক সার মোটেও দেওয়া যাবে না। তবে জৈব সার ১০×৩ ফিট বীজতলায় ২-৩ কেজী হারে প্রয়োগ করা উত্তম। এর সাথে ২০-৩০ গ্রাম কার্বোফুরান দিতে হবে। তবে মাটি একেবারে অনুর্বর হলে বীজ বপনের ২-১ সপ্তাহ আগে সামান্য পরিমানে পটাশ ও টিএসপি সার ভালোভাবে মিশিয়ে দেয়া যেতে পারে। বীজতলা তৈরি ও চারার পরিচর্যা সম্পর্কে আমরা সঠিক ভাবে জেনে কাজ শুরু করলে ক্ষতির হাত থেকে বাঁচা ‌যায় এবং লাভবান হওয়া ‌যায়।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Vegetable Cultivation: শীতের সবজির ভাল ফলন পেতে জেনে নিন কৃষি বিজ্ঞানীর পরামর্শ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement