East Bardhaman News: 'দানা', ঝড়-বৃষ্টি অতীত! এবার রাজ্যের 'শস্য ভাণ্ডারে' নতুন হানা, আশঙ্কায় চাষিরা

Last Updated:

East Bardhaman News: হাজার হাজার টাকা দিয়ে ধান চাষ করে এখন সমস্যায় পড়েছেন শস্য ভান্ডারের ধান চাষিরা।

+
শোষক

শোষক পোকার হানায় আশঙ্কা বাড়ছে চাষিদের

পূর্ব বর্ধমান: যত যন্ত্রণা যেন চাষিদের! চাষ করেও নেই শান্তি! বর্তমানে হতাশা, চিন্তা, আতঙ্ক গ্রাস করেছে ধান চাষিদের! পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্য ভান্ডার নামে পরিচিত। অনেকে আবার এই জেলাকে ধানের গোলাও বলে থাকেন। জেলা জুড়ে ব্যাপক পরিমাণে ধান চাষ হয়। কিন্তু ধান চাষ করে বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জেলার চাষিদের। কয়েকমাস আগে জেলা জুড়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বহু চাষির ক্ষতি হয়েছিল। পরবর্তিতে কয়েকদিনের ব্যবধানে আবার বৃষ্টিপাত হয়েছিল। সেই সময়ও ক্ষতি হয়েছিল চাষিদের।
সেরকমই কিছুদিন আগে ‘দানা’ র প্রভাবেও জেলার বিভিন্ন এলাকার ধান চাষিদের ক্ষতি হয়েছিল। তবে বর্তমানে আবার নতুন আতঙ্ক গ্রাস করেছে চাষিদের। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের একাধিক ধান জমিতে হামলা করেছে শোষক পোকা। যার ফলে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে ধান। ধান চাষি নুর জামাল শেখ জানিয়েছেন, “এখন এই ভ্যানভেনে রোগ লেগেছে। ১ সপ্তাহের মধ্যে আমরা ধান কাটা শুরু করব। কিন্তু এখন এই রোগ লেগে যাওয়ার কারণে ধান তো পাবই না, এমনকি খড়ও পাওয়া যাবে না। ৫ বিঘা জমিতে অনেক টাকা খরচ করে চাষ করেছিলাম।”
advertisement
advertisement
এই বিষয়ে ধান চাষি মহম্মদ আশরাফ আলী মোল্লা জানিয়েছেন, “পাকা ধান পাবো নাকি সেই নিয়েও সন্দেহ আছে। সবাই এই চাষ করছে বলে আমাদেরও করতে হচ্ছে। বিকল্প কিছু পেলে অন্য ব্যবস্থা ভেবে নেবো। এবার চরম লোকসান হবে।” কৃষি দফতরের কথায় জমি আগাছা মুক্ত রাখলে, গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত আলো, বাতাস পৌঁছতে পারে সেদিকে নজর রাখলে, শোষক পোকার আক্রমণের সম্ভাবনা কম থাকবে। এছাড়াও আক্রান্ত জমির জল বের করে দিলে এবং আক্রান্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ না করে সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করলেও, এই পোকার হামলা থেকে নিস্তার পাওয়া সম্ভব।
advertisement
পূর্বস্থলী ২ ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের অন্তর্গত কেশব বাটি, জয় কৃষ্ণপুর, আস্টেকুরি এই সমস্ত গ্রামে ধানের জমিতে শোষক পোকার রোগ ছড়িয়েছে। বর্তমানে চরম চিন্তায় রয়েছেন ধান চাষিরা। হাজার হাজার টাকা দিয়ে ধান চাষ করে এখন সমস্যায় পড়েছেন শস্য ভান্ডারের ধান চাষিরা। শোষক পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত একাধিক ধান জমি। ফলন কম হবে সেই চিন্তাতেই রয়েছেন একাধিক চাষি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: 'দানা', ঝড়-বৃষ্টি অতীত! এবার রাজ্যের 'শস্য ভাণ্ডারে' নতুন হানা, আশঙ্কায় চাষিরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement