Khejuri Wild Boar Attack: খেজুরিতে ত্রাস, ঘরবন্দি মনুষজন, বুনো শূকরের আক্রমণে মৃত ১, গুরুতর আহত ৮

Last Updated:

ঘুম পাড়ানি বন্দুক নিয়ে তল্লাশি অভিযান শুরু করল বন দফতরের কর্মীরা (Khejuri Wild Boar Attack)। গ্রামবাসীদের সতর্ক করতে গ্রামে-গ্রামে চলছে মাইকিং

#পশ্চিম মেদিনীপুর: খেজুরিতে বুনো শূকরের আক্রমণে মৃত্যু ঘিরে আতঙ্ক, পরিস্থিতি মোকাবিলায় ঘুম পাড়ানি বন্দুক নিয়ে তল্লাশি অভিযান শুরু করল বন দফতরের কর্মীরা (Khejuri Wild Boar Attack)। গ্রামবাসীদের সতর্ক করতে গ্রামে-গ্রামে চলছে মাইকিং!
মেদিনীপুরের খেজুরি ২ নম্বর ব্লকের নিজকসবা গ্রামে বুনো শূকরের আক্রমণে মৃত্যু হয়েছে ১ গ্রামবাসীর। গুরুতর আহত আরও ৮ জন! গোটা ঘটনায় খেজুরি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে (Khejuri Wild Boar Attack)! শুধু রাতের বেলাই নয়, দিনের আলোতেও জঙ্গল ছেড়ে বেরিয়ে বুনো-খ্যাপা শূকর খেজুরির বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে ৯ জন গ্রামবাসী বুনো শূকরের আক্রমণে গুরুতর জখম হয়, আহতদের মধ্যে আজ একজনের মৃত্যুও হয়েছে। মৃতের নাম মধুসূদন ডাকুয়া। ভয়ে সাধারণ মানুষজন রাস্তায় বের হতেই ভয় পাচ্ছেন। রাতে বেলায় পালা করে লাঠি হাতে পাহাড়া দেওয়া হচ্ছে বনের রাস্তায় (Khejuri Wild Boar Attack)। একইসঙ্গে পঞ্চায়েতের পক্ষ থেকে খেজুরির বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছে।
advertisement
advertisement
অন্যদিকে, বন্য শূকরের আক্রমণে ব্যক্তির মৃত্যুর খবরে নড়েচড়ে বসেছে প্রশাসনও, খুনে শূকরটিকে পাকড়াও করতে অভিযানও শুরু হয়েছে। ব্লক প্রশাসন ও বনদফতরের মেদিনীপুর রেঞ্জ ও রূপনারায়ন রেঞ্জ থেকে অতিরিক্ত বনকর্মীদের নিয়ে আসা হয়েছে বলে খবর (Khejuri Wild Boar Attack)। বাজকুল ফরেস্ট রেঞ্জ অফিসের বন কর্মীদের সঙ্গে নিয়ে আজ নিজকসবা থেকে পাচুরিয়া পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী ম্যানগ্রোভ জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে তাদের নিরাশ হতে হচ্ছে।
advertisement
শুক্রবার সকাল থেকে দফায় দফায় অভিযান চালানো হলেও এখনও শূকরের কোনও সন্ধান মেলেনি বলেই জানিয়েছেন বন আধিকারিকরা (Khejuri Wild Boar Attack) । জানা গিয়েছে, বন্য শূকরের আক্রমণ প্রতিহত করতে ঘুমপাড়ানি বন্দুক নিয়ে আসা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khejuri Wild Boar Attack: খেজুরিতে ত্রাস, ঘরবন্দি মনুষজন, বুনো শূকরের আক্রমণে মৃত ১, গুরুতর আহত ৮
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement