ঘরের মেয়ে ফিরল ঘরে! ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ২ স্কুল ছাত্রীকে খুঁজে বের করল খড়দহ পুলিশ

Last Updated:

স্কুলে পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি দুই পড়ুয়া। খড়দহ পুলিশ খুঁজে বের করল দুই অষ্টম শ্রেণির ছাত্রীকে।

পুলিশ
পুলিশ
খড়দহ, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ  গত সোমবার খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় দুই স্কুল ছাত্রী। আর গতকাল এই নিখোঁজের খবর সম্প্রচারিত হয় নিউজ ১৮ বাংলায়। তারপর থেকেই ছাত্রীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর কাজ শুরু করে খড়দহ থানার পুলিশ। অবশেষে আজ সকালে খড়দহ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ২৬ শিব মন্দির এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
এদিন স্কুলে পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি দুই ছাত্রী। খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির দুই পড়ুয়া। পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। দুই পরিবারই চরম উৎকন্ঠায় ছিল। অবশেষে ঘরের মেয়ে ফিরল ঘরে। পুলিশের তৎপরতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল দুই পড়ুয়ার।
আরও পড়ুনঃ রথ দেখা সঙ্গে কলা বেচা! প্রিয় নেতার সমর্থনে এসে চুটিয়ে রোজগার! বারাসাতে বিজেপি কর্মীর কাণ্ড দেখুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রীর নাম সৃজিতা আদক এবং অঙ্কিতা ভট্টাচার্য। দুজনেরই বয়স ১৪ বছর। দুজনেই খড়দহ প্রিয়নাথ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। সৃজিতার বাড়ি টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়ায়। অঙ্কিতার বাড়ি খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘অন্ধজনে দেহ আলো’, দৃষ্টিহীনদের হাতে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও
নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়, সোমবার ওই দুই ছাত্রী স্কুলের পোশাক পরে পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল ছুটির পর তারা দুজনেই আর বাড়ি ফেরেনি। নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। শেষে পুলিশের দারস্ত হয় পরিবার। পুলিশই খুঁজে বের করে দুই মেয়েকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের মেয়ে ফিরল ঘরে! ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ২ স্কুল ছাত্রীকে খুঁজে বের করল খড়দহ পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement