Barasat: রথ দেখা সঙ্গে কলা বেচা! প্রিয় নেতার সমর্থনে এসে চুটিয়ে রোজগার! বারাসাতে বিজেপি কর্মীর কাণ্ড দেখুন

Last Updated:
বারাসাতে শুভেন্দু অধিকারীর 'কন্যা সুরক্ষা যাত্রা'য় যোগ দিয়ে কীভাবে রোজগার করলেন শঙ্কর সাউ?
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:বারাসাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রার রাজনৈতিক কর্মসূচিতে যেন রথ দেখার পাশাপাশি চলল কলা বেচাও। এদিন বারাসাতের দলীয় এই কর্মসূচিতে যোগ দিতে জেলার নানা প্রান্তের পাশাপাশি কলকাতা থেকেও আসেন বহু কর্মী সমর্থকরা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বারাসাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'কন্যা সুরক্ষা যাত্রা'র রাজনৈতিক কর্মসূচিতে যেন রথ দেখার পাশাপাশি চলল কলা বেচাও। এদিন বারাসাতের দলীয় এই কর্মসূচিতে যোগ দিতে জেলার নানা প্রান্তের পাশাপাশি কলকাতা থেকেও আসেন বহু কর্মী সমর্থকেরা। 
advertisement
2/6
শুভেন্দু অধিকারীকে ঘিরে নানা জায়গায় এখন ভিড় জমে দলীয় কর্মীদের। সেই ভিড়ের মাঝেই নজর কাড়লেন এক দলীয় কর্মী বিক্রেতা শংকর সাউ
শুভেন্দু অধিকারীকে ঘিরে নানা জায়গায় এখন ভিড় জমাচ্ছেন দলীয় কর্মীরা। সেই ভিড়ের মাঝেই নজর কাড়লেন এক দলীয় কর্মী তথা বিক্রেতা শঙ্কর সাউ। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
দলের প্রতীক ব্যাচ, উত্তরীয়, টুপি সহ নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। ২০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে নানা পছন্দের জিনিস তার থেকেই কিনলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা
দলের প্রতীকী ব্যাচ, উত্তরীয়, টুপি-সহ নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন তিনি। ২০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে নানা পছন্দের জিনিস তাঁর থেকেই কিনলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
শংকরবাবু জানিয়েছেন, দলীয় কর্মসূচিতে এই জিনিস বিক্রি করে ভালো লাভ হয় তার। কলকাতা থেকে এসে এদিন শুভেন্দু অধিকারীর বারাসাতের সভাতেও বেশ ভালই বিক্রি হচ্ছে বলে জানান
শংকরবাবু জানিয়েছেন, দলীয় কর্মসূচিতে এই জিনিস বিক্রি করে ভাল লাভ হয় তাঁর। কলকাতা থেকে এসে এদিন শুভেন্দু অধিকারীর বারাসাতের সভাতেও বেশ ভালই বিক্রি হয়েছে বলে জানান তিনি। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
বিজেপি-র উত্তরীয়, ব্যাচ বিক্রি এই বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে পড়তে দেখা গেল বহু দলীয় কর্মী সমর্থক কে
বিজেপির উত্তরীয়, ব্যাচ এই বিক্রেতার কাছ থেকে কিনে পরতে দেখা গেল বহু দলীয় কর্মী সমর্থককে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এমন রোজগারের এক ভিন্ন ছবি, যেন বলে দেয় রাজনীতির উর্ধ্বে উঠেও পেঠ বড় বালাই
রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এমন রোজগারের ভিন্ন ছবি, যেন বলে দেয় রাজনীতির উর্ধ্বে উঠেও পেট বড় বালাই। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement