Mahalaya 2025: মহালয়া আসে যায়, কিন্তু প্রতিবছর এই সময়ে তাঁর কদর আকাশ ছোঁয়া! জানুন কাটোয়ার 'রেডিও কাকা'র গল্প

Last Updated:

Mahalaya 2025: পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে ‘কাটোয়া রেডিও’ নামে এক ছোট্ট দোকানে একটানা চার দশক ধরে রেডিও সারিয়ে আসছেন সুরাত আলি। তাঁর দক্ষ হাতে নতুন প্রাণ পেয়েছে অসংখ্য রেডিও। প্রতি বছর মহালয়া আসলেই কদর বাড়ে ‘রেডিও কাকা’র।

+
কাটোয়ার

কাটোয়ার রেডিও কাকা 

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: মহালয়া মানেই বাঙালির আবেগ, ভোরবেলায় রেডিওতে চণ্ডীপাঠ শুনে দেবীপক্ষের সূচনা। আর সেই আবেগের সঙ্গেই যেন জড়িয়ে আছেন কাটোয়ার সুরাত আলি শেখ তথা সকলের প্রিয় ‘রেডিও কাকা’। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে পল্লব কুমার মণ্ডল প্রায় ৬০ বছর আগে খুলেছিলেন ‘কাটোয়া রেডিও’ নামে এক ছোট্ট দোকান। তারপর থেকে এই দোকানই হয়ে উঠেছে শহরের রেডিওপ্রেমীদের ভরসাস্থল। আর সেই দোকানেই একটানা চার দশক ধরে রেডিও সারিয়ে আসছেন সুরাত আলি। তাঁর দক্ষ হাতে নতুন প্রাণ পেয়েছে অসংখ্য রেডিও। তাই মানুষ তাঁকে ডাকেন ‘রেডিও কাকা’ বলেই।
রেডিও কাকার জীবনের সঙ্গে জড়িয়ে আছে সোনালি দিনের স্মৃতি। তিনি দেখেছেন সেই সময়, যখন মহালয়ার আগে তাঁর দোকানে জমা পড়ত শয়ে শয়ে রেডিও। রাত জেগে মেরামত চলত, যাতে ভোরের আলো ফুটতেই প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হয় মহালয়ার সুর। সে সময় রেডিও শুধু যন্ত্র নয়, ছিল ঘরের প্রাণ। সুরাত আলি শেখ বলেন, ‘আগে মহালয়ার একমাস আগে থেকে কাজ নেওয়া বন্ধ করে দিতাম। রাতে ঠিকভাবে ঘুম হত না, ভালই চাপ থাকতো। তবে এখন আগের মতো আর চাপ না থাকলেও নতুন করে রেডিওর চাহিদা কিন্তু বাড়ছে’।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আনন্দ এবার দ্বিগুণ! মহিলাদের হাতে গরমে টাকা উপার্জনের জন্য বিশেষ উদ্যোগ নিল পৌরসভা, জানুন বিস্তারিত
আজ সময় বদলেছে। মোবাইল আর ইন্টারনেটের ভিড়ে রেডিওর কদর অনেকটাই কমেছে। তবুও মহালয়ার সময় যেন আবার জেগে ওঠে সেই পুরোনো আবেগ। এক কোণে পড়ে থাকা রেডিওগুলো হঠাৎ করেই প্রাণ ফিরে পায় রেডিও কাকার হাতে। পুরোনো ট্রানজিস্টর থেকে শুরু করে আধুনিক রেডিও সবই সমান দক্ষতায় সারিয়ে তোলেন তিনি। কাটোয়া রেডিও দোকানের বর্তমান কর্ণধর পার্থ মণ্ডল বলেন, ‘উনি এককথায় রেডিওর পোকা, রেডিও সারাতে ওস্তাদ। কাটোয়াতে সবাই রেডিও কাকা নামেই চেনেন’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের মনোরঞ্জনে লোকসংস্কৃতি পরিবেশন করে মাথা পিছু জোটে ৫০ টাকা! সংসার চলবে কী করে? ‘বড়’ আশ্বাস গ্রাম পঞ্চায়েতের
বয়সের ভার বাড়লেও পেশার প্রতি নিষ্ঠা একটুও কমেনি তাঁর। এখনও দূরদূরান্ত থেকে মানুষ আসেন শুধু তাঁর হাতের ছোঁয়া পাওয়ার আশায়। কাটোয়ার সেই ছোট্ট দোকানে প্রতিদিন বসে থাকেন সুরাত আলি। নিঃশব্দে রেডিও সারান, আর বাঁচিয়ে রাখেন এক টুকরো ইতিহাস, এক টুকরো আবেগ। মহালয়ার আগমনী হাওয়া বইলেই যেন আলাদা আলো ছড়িয়ে পড়ে রেডিও কাকার দোকানে। তখন তিনি শুধু একজন মিস্ত্রি নন, হয়ে ওঠেন বাঙালির স্মৃতিরক্ষক, যিনি ধরে রেখেছেন সেই অনন্য অনুভূতি, রেডিওয় মহালয়া শোনার আবেগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahalaya 2025: মহালয়া আসে যায়, কিন্তু প্রতিবছর এই সময়ে তাঁর কদর আকাশ ছোঁয়া! জানুন কাটোয়ার 'রেডিও কাকা'র গল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement