Katwa accident কন্টেনারের চাকায় পিষে গেলেন! লোচন দাস সেতুতে বাইকচালকের মর্মান্তিক মৃত্যু! জখম পিছনের আরোহী
- Reported by:Naman Garg
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
কাটোয়ার লোচন দাস সেতুতে কন্টেনারের ধাক্কায় সুনীল কুমার মণ্ডল নিহত ও বিষ্ণু মণ্ডল জখম হন। পুলিশ কন্টেনার বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
কাটোয়া, পূর্ব বর্ধমান: লোচন দাস সেতুর উপর কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে মোটরবাইক চালকের মৃত্যু। জখম হলেন বাইকের অন্য আরোহী। শুক্রবার সকালেই মঙ্গলকোটের লোচন দাস সেতুতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে কিছু ক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে মঙ্গলকোট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বীরভূমের নানুর থানার কাকুনিয়া গ্রামের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল (৬৯) ছেলে বিষ্ণু মণ্ডলকে নিয়ে নতুনহাটে বাজার করতে এসেছিলেন। বাজার সেরে বাইকে বাড়ি ফেরার সময় লোচন দাস সেতুর উপর পিছন দিক থেকে দ্রুতগতির একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। কন্টেনারের পিছনের চাকার তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল কুমার মণ্ডলের। জখম বিষ্ণু মণ্ডলকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
advertisement
ঘাতক কন্টেনারটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলকোট থানার পুলিশ কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
রণদেব মুখোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Katwa,Barddhaman,West Bengal
First Published :
Nov 28, 2025 12:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Katwa accident কন্টেনারের চাকায় পিষে গেলেন! লোচন দাস সেতুতে বাইকচালকের মর্মান্তিক মৃত্যু! জখম পিছনের আরোহী









