Murshidabad News: পুলিশ মানেই...! পুলিশ মানবিকও, যা করে দেখাচ্ছেন কান্দি থানার আইসি

Last Updated:

কান্দি থানার আইসির মানবিক মুখ দেখল গোটা এলাকা

+
চোখের

চোখের অপারেশনের পর আইসির সঙ্গে বৃদ্ধা মহিলা

মুর্শিদাবাদ: আরও একবার মানবিক মুখ দেখা গেল কান্দি থানার আইসি মৃণাল সিনহার। খড়গ্রাম থানার বাসিন্দা জয়া দাসী রাজবংশী। পরিবারের কেউ দেখে না। স্বামী আগেই মারা গিয়েছেন। পরিবারে ছেলে, পুত্রবধূ, নাতি ও কন্যা নিয়ে সংসার থাকলেও কান্দি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন এবং দুপুরের অন্নব্যবস্হা করে থাকেন। ফলে পরিবারের কেউ না দেখার আক্ষেপ ছিল। অন্যদিকে বয়সজনিত কারণে চোখ নষ্ট হচ্ছিল। এবার সেই চোখ অপারেশন করিয়ে দিল খোদ কান্দি থানার আইসি মৃণাল সিনহা।
ছানি একটি চোখের সাধারণ সমস্যা এবং মানুষ বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যাটি ভোগ করে। ফলে বেশ কিছু দিন ধরেই চোখে ঠিক মত দেখতে পেতেন না জয়া দাসী রাজবংশী। পরিবারে আর্থিক ক্ষমতাও ছিল না সেই মত চোখের চিকিৎসা করানোর। বিষয়টি হঠাৎই জানতে পারেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। আর তিনি জানতে পেরেই আইসি মৃণাল সিনহা নিজে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা সহ চোখ অপারেশন করানো হয়। চিকিৎসক ডাঃ উত্তম রায় চৌধুরীর কাছে গিয়ে অপারেশন করিয়ে দেওয়া হয়। এমনকি ঔষধপত্র সহ ফল হরলিক্স দেওয়া হয়। আইসির এই মানবিক মুখ দেখে খুশি প্রকাশ করেছেন সকলেই।
advertisement
advertisement
এক মাস আগে থানায় বসিয়ে বাবার ভূমিকা পালন করে এক কন্যার বিয়ে দেন তিনি। এবার চোখের অপারেশন করিয়ে দিয়ে প্রশংসা পেলেন সাধারণ মানুষের। জয়া দাসী রাজবংশী জানিয়েছেন, “আমার বাম চোখটা অপারেশন করিয়ে দিয়েছেন আইসি নিজে উদ্যোগ গ্রহণ করে। আগামীদিনে ডান চোখ ও অপারেশন করিয়ে দেবেন। পরিবারের কেউ দেখে না। ভাবিনি আমার চোখটা আবার ফিরে পাব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে যেখানে পুলিশের ওপর রাজ্যে জুড়ে এক দোষারোপ পাল্টা দোষারোপ পালা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তখন আইসির এই ভূমিকায় খুশি সকলেই।
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পুলিশ মানেই...! পুলিশ মানবিকও, যা করে দেখাচ্ছেন কান্দি থানার আইসি
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement