Star Fruit Health Benefits: টকের সঙ্গে যাদের সখ্যতা রয়েছে তাদের কাছে কামরাঙা ফল এক অমূল্য সম্পদ। দুপুরবেলায় লবণ, মশলা দিয়ে কামরাঙা মাখা হলে আর কী চাওয়ার থাকে টক প্রেমীদের। কালচিনি হাসপাতালের সামনে কামরাঙা মাখা খেতে ভিড় জমে সমীর দাসের দোকানের সামনে।