Murshidabad News: সিমেন্টের বদলে কাদা! পাথরও সেই নামকরা! হাসপাতাল নির্মাণের জঘন্য কাজ দেখেই চটে গেল কান্দি পৌরসভা

Last Updated:

হাসপাতাল নির্মাণে জঘন্য ব্যাপার, কাজ বন্ধ করে দিল কান্দি পৌরসভা

+
ঢালাই-এর

ঢালাই-এর কাজ বন্ধ করে দেওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে নতুন করে শয্যা বৃদ্ধি করা হচ্ছে। পুরনো হাসপাতালের পাশেই ১০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল তৈরি করা হচ্ছে। আর সেই হাসপাতালে চত্বরে নিম্নমানের ঢালাই করা হচ্ছে বলে অভিযোগ করলেন এলাকার বাসিন্দারা সহ পৌর কাউন্সিলর। যার কারণে সেই ঢালাইয়ের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা সহ কান্দি পৌরসভা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিমেন্টের বদলে কাদা মাটি ব্যবহার করে ঢালাই করা হচ্ছিল এবং যে কাজ করা হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের। এমনকি পাথরও ঠিক মত ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রিজেক্ট পাথর ব্যবহার করা হচ্ছে কাজে। আর সেই কারণেই কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পৌর সদস্য দীপঙ্কর মজুমদার তারা এই কাজ বন্ধ করে দেন।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার প্রাচীন হাসপাতাল কান্দি মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন কান্দি মহকুমার পাঁচটি ব্লকের মানুষজন। কিন্তু হাসপাতালে বেডের সংখ্যা কম থাকার কারণে মাটিতে চলে চিকিৎসা। তার জন্য গত দু’বছর আগে ১০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। আগামী কয়েক মাসের মধ্যেই কান্দি মহকুমা হাসপাতালে বসানো হবে ডায়ালাইসিস ইউনিট।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, “কান্দি মহকুমা হাসপাতালের এক্সরে বিভাগ থেকে অপারেশন থিয়েটার বিভাগ এমনকি অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে ১০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল। আর হাসপাতালের সামনেই ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। আমরা কাজের নিম্নমানের অভিযোগ পেতেই কাজ বন্ধ করে দিয়েছি। সঠিক ভাবে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সিমেন্টের বদলে কাদা! পাথরও সেই নামকরা! হাসপাতাল নির্মাণের জঘন্য কাজ দেখেই চটে গেল কান্দি পৌরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement