Saraswati Puja 2025: দুমাস ধরে চলছে প্রস্তুতি, এবার কান্দির গ্রিন ইউনিউনের সরস্বতী পুজো নজর কাড়বে নতুন থিমে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
কান্দি জেল রোড এলাকায় গ্রিন ইউনিয়নের পরিচালনায় চলছে সরস্বতী পুজোর নজরকাড়া প্রস্তুতি
মুর্শিদাবাদ: সরস্বতী পুজোর বাদ্দি বাজল বলে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর তারপরই আগমন হবে বিদ্যার দেবী মা সরস্বতীর। দিকে দিকে প্রস্তুতি চলছে জোর কদমে। তেমনই এক প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
কান্দি জেল রোড এলাকায় গ্রিন ইউনিয়নের পরিচালনায় চলছে সরস্বতী পুজোর নজরকাড়া প্রস্তুতি। এবারে তাদের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ ‘কৃষ্টিই সৃষ্টি’। এবছর তাদের পুজো ১৩ বর্ষে পদার্পণ করতে চলছে। প্রতিবছরের ন্যায় এবছরও তাদের পুজোয় এক বিশেষ থিমকে ফুটিয়ে তোলা হচ্ছে। বিগত বছরগুলিতে মহিলা দেশপ্রেমিক, বাংলার ক্রীড়া এইরকম একাধিক থিমে নজর কেড়েছিল গ্রিন ইউনিয়নের সরস্বতী পুজোর আয়োজন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর সরস্বতী পুজোয় গ্রিন ইউনিয়নের বিশেষ আকর্ষণ ‘কৃষ্টিই সৃষ্টি’, যা মূলত কৃষক সমাজকে সম্মান জানাতে তৈরি করা হচ্ছে। গ্রাম বাংলার কৃষকদের নিত্যজীবনের সাথে জড়িত কিছু প্রয়োজনীয় জিনিসকে এই থিমের মাধ্যমে মূলত ফুটিয়ে তোলা হচ্ছে। বহরমপুর থেকে আগত এক থিম শিল্পীর কথায়, “এই সরস্বতী পুজোর প্রস্তুতি গত দুই মাস ধরে চলছে। এই মণ্ডপ সজ্জায় গ্রাম বাংলার সাথে জড়িত কিছু উপকরণকে তুলে ধরা হয়েছে। চাষিদের ধানের গোলা, আনাজ ভর্তি বস্তা, লাল গামছা, খেজুর গাছ ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। বারো মাসে তেরো পার্বণের ছবি নজর কাড়তে চলেছে দর্শনার্থীদের।”
advertisement
গ্রিন ইউনিয়নের অন্যতম সদস্য ইন্দ্রজিত ভট্টাচার্যের কথায়, আগত দর্শনার্থীদের জন্য মণ্ডপসজ্জা এবং প্রতিমা ছাড়াও রয়েছে আলোকসজ্জার বিশেষ আকর্ষণ। তার কথায়, এবছর তাদের বিশেষ ভাবনা কান্দিবাসীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ। এছাড়া সবুজায়নের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের হাতে গ্রিন ইউনিয়নের পক্ষ থেকে একটি করে বৃক্ষ তারা তুলে দেবেন বলে জানিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের সরস্বতী পুজো বিশেষ উদ্বোধন রয়েছে এবং সেইদিনই সাধারণ মানুষের জন্য এই পুজোর মণ্ডপ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: দুমাস ধরে চলছে প্রস্তুতি, এবার কান্দির গ্রিন ইউনিউনের সরস্বতী পুজো নজর কাড়বে নতুন থিমে