Kamarpukur-Jairambati Train: এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ

Last Updated:

Kamarpukur-Jairambati Train: বিষ্ণুপুর, জয়রামবাটী, কামারপুকুর এবং তারকেশ্বর এক লাইনে যেতে পারবেন কবে থেকে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ার রেল যাত্রীদের জন্য এক চমকপ্রদ খবর হতে পারে এটি! তবে কি বছর ঘুরতেই বহু বছরের অপেক্ষার শেষ? বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল শীঘ্র শুরু হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে।ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সিআরএস (Commission of Railway Safety) পরীক্ষা এবং পরিদর্শনের কথা উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। তবে বলাই বাহুল্য যে পরিদর্শণ হলেও পাকাপাকি ভাবে (Bishnupur-Tarakeswar Rail Line) শুরু হতে কিছুটা সময় লাগতে পারে।
বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইন (Bishnupur-Tarakeswar Rail Line) প্রকল্পটি বেশ কিছু বছর ধরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে রয়েছে এবং বিবিধ টানা পোড়েনের মধ্যে দিয়ে এটি এগিয়েছে মন্থর গতিতে। তবে সূত্রের খবর অনুযায়ী অবশেষে, পূর্ব রেল কর্তৃপক্ষ প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি উপকৃত হবেন বিশেষ করে যারা বিষ্ণুপুর এবং তারকেশ্বরের মধ্যে নিয়মিত যাতায়াত করেন তারা।
advertisement
আরও পড়ুন : এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ
একবার এই রেললাইন চালু হলে, এই দুটি ঐতিহাসিক স্থান ও ধর্মীয় কেন্দ্রের মধ্যে যাতায়াত অত্যন্ত সহজ হয়ে যাবে।এছাড়াও, কামারপুকুর এবং জয়রামবাটী স্টেশনগুলিতেও স্টপেজ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় যাত্রীদের এবং পর্যটকদের জন্য বিশেষ সুবিধেজনক হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ জয়রামবাটী কামারপুকুর। লাইনের কাজ সম্পূর্ণ হওয়ার পর যদি এই দুই জায়গায় স্টপ দেওয়া হয় তাহলে বাড়বে পর্যটন এবং বাড়বে স্থানীয় ব্যবসা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kamarpukur-Jairambati Train: এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement