Kamarpukur-Jairambati Train: এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kamarpukur-Jairambati Train: বিষ্ণুপুর, জয়রামবাটী, কামারপুকুর এবং তারকেশ্বর এক লাইনে যেতে পারবেন কবে থেকে?
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ার রেল যাত্রীদের জন্য এক চমকপ্রদ খবর হতে পারে এটি! তবে কি বছর ঘুরতেই বহু বছরের অপেক্ষার শেষ? বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল শীঘ্র শুরু হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে।ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সিআরএস (Commission of Railway Safety) পরীক্ষা এবং পরিদর্শনের কথা উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। তবে বলাই বাহুল্য যে পরিদর্শণ হলেও পাকাপাকি ভাবে (Bishnupur-Tarakeswar Rail Line) শুরু হতে কিছুটা সময় লাগতে পারে।
বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইন (Bishnupur-Tarakeswar Rail Line) প্রকল্পটি বেশ কিছু বছর ধরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে রয়েছে এবং বিবিধ টানা পোড়েনের মধ্যে দিয়ে এটি এগিয়েছে মন্থর গতিতে। তবে সূত্রের খবর অনুযায়ী অবশেষে, পূর্ব রেল কর্তৃপক্ষ প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি উপকৃত হবেন বিশেষ করে যারা বিষ্ণুপুর এবং তারকেশ্বরের মধ্যে নিয়মিত যাতায়াত করেন তারা।
advertisement
আরও পড়ুন : এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ
একবার এই রেললাইন চালু হলে, এই দুটি ঐতিহাসিক স্থান ও ধর্মীয় কেন্দ্রের মধ্যে যাতায়াত অত্যন্ত সহজ হয়ে যাবে।এছাড়াও, কামারপুকুর এবং জয়রামবাটী স্টেশনগুলিতেও স্টপেজ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় যাত্রীদের এবং পর্যটকদের জন্য বিশেষ সুবিধেজনক হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ জয়রামবাটী কামারপুকুর। লাইনের কাজ সম্পূর্ণ হওয়ার পর যদি এই দুই জায়গায় স্টপ দেওয়া হয় তাহলে বাড়বে পর্যটন এবং বাড়বে স্থানীয় ব্যবসা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kamarpukur-Jairambati Train: এ বার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! সহজে জানুন বেড়ানোর হদিশ