Inspiration: মোদের গরব, মোদের আশা...বাংলা ভাষা নিয়ে গবেষণা করতে আমেরিকা যাচ্ছেন উত্তরবঙ্গের শিক্ষক
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
Inspiration: আন্তর্জাতিক স্তরে নিউ ইয়র্কে আর্ট ওমনিতে যোগ দিতে যাচ্ছেন আলিপুরদুয়ারের শিক্ষক সৌভিক দে সরকার। এই খবর জেলায় পৌঁছতে শুভেচ্ছায় ভাসছেন তিনি।
অনন্যা দে, আলিপুরদুয়ার: আন্তর্জাতিক স্তরে নিউ ইয়র্কে আর্ট ওমনিতে যোগ দিতে যাচ্ছেন আলিপুরদুয়ারের শিক্ষক সৌভিক দে সরকার। এই খবর জেলায় পৌঁছতে শুভেচ্ছায় ভাসছেন তিনি। নিউ ইয়র্কে বিভিন্ন দেশের লেখকদের সঙ্গে বাংলা ভাষায় গবেষণামূলক প্রজেক্টের কাজে যোগ দিতে যাচ্ছেন সৌভিক দে সরকার। ইতিমধ্যেই আর্ট ওমনি থেকে তাঁকে মেল-মাধ্যমে খবরটি জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
বিভিন্ন দেশের ভাষাভাষীর বিখ্যাত লেখকদের সঙ্গে আলোচনা বা গবেষণা প্রজেক্টের কাজ করবেন সৌভিক দে সরকার। এই বছর সেপ্টেম্বর ও অক্টোবর নাগাদ লেখকদের নিয়ে প্রজেক্টের কাজ চলবে নিউ ইয়র্কে। তিনি এর আগে নামী পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাই স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করছেন। সৌভিক দে সরকার জানান, ‘‘গবেষণামূলক কাজ আমার প্রথম থেকে পছন্দ। অনলাইনে এই সংস্থার পক্ষ থেকে রিসার্চ পেপার জমা দিতে বলেছিল। আমিও দিয়েছিলাম, তারপর এই খবর শুনলাম। আশা রাখি এরপর আমার মত অনেকেই আলিপুরদুয়ার থেকে গবেষণামূলক কাজে যোগ দেবে।”
advertisement
আরও পড়ুন : সুস্থ বাবা, জেঠু, কাকাকে ‘মৃত’ বানিয়ে হাতে ‘ডেথ সার্টিফিকেট’! কোটি টাকার জমি হাতাতে গিয়ে যুবকের শেষরক্ষা হল? পরিণতি জানলে চমকে যাবেন
শিক্ষক সৌভিক দে সরকার যে প্রজেক্টের উপর কাজ করতে বিদেশে পাড়ি দিচ্ছেন, তা তামিল লেখকদের নিয়ে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলার সময় অনেক তামিল লেখক দেশ ছাড়া হন। তারা এখন কোথায় আছেন? তা অনেকের জানা নেই। শ্রীলঙ্কার পরিস্থিতি, তামিল লেখকদের সাহিত্য নিয়ে তাঁর পর্যালোচনা চলবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 2:40 PM IST