Malda Land Scam: সুস্থ বাবা, জেঠু, কাকাকে ‘মৃত’ বানিয়ে হাতে ‘ডেথ সার্টিফিকেট’! কোটি টাকার জমি হাতাতে গিয়ে যুবকের শেষরক্ষা হল? পরিণতি জানলে চমকে যাবেন

Last Updated:

Malda Land Scam: কেলেঙ্কারির এই কীর্তি ধরা পড়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের তদন্তে। এ নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের। এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।

News18
News18
মালদহ: জীবিত বাবা, জেঠু এবং কাকাকে মৃত বানিয়ে ‘ডেথ সার্টিফিকেট’ ইস্যু করে দেড়বিঘা জমির মালিকানা নিজের নামে করে মোটা টাকায় বিক্রির চেষ্টা করে ফাঁসলেন মালদহের যুবক তুহিনকান্তি রায়। অভিযোগ, সেই সার্টিফিকেটে আবার সই রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আর কংগ্রেস পঞ্চায়েত প্রধানের। যদিও হল না শেষরক্ষা। কেলেঙ্কারির এই কীর্তি ধরা পড়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের তদন্তে। এ নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের। এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা পীযূষকান্তি রায়, তুষারকান্তি রায় এবং শিশিরকান্তি রায়। তাঁরা সম্পর্কে দাদা, ভাই। প্রত্যেকেই সুস্থ শরীরে দিব্যি বেঁচে রয়েছেন। এই তিনজনের মালিকানায় রয়েছে দেড় বিঘা জমি। যে জমির বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা। কিন্তু, জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে তুষারকান্তি রায়ের গুণধর ছেলে তুহিনকান্তি রায়ের বিরুদ্ধে। অভিযোগ, জীবিত বাবা, কাকা ও জেঠুকে ‘মৃত’ বানিয়ে জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি করিয়েছেন তিনি। এরপর তার ভিত্তিতে ভুয়ো ওয়ারিশ শংসাপত্র বার করা হয়। যেই সার্টিফিকেটে স্বাক্ষর রয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বর্ষা দাসের। এবং পঞ্চায়েতের কংগ্রেস প্রধানের। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য এই নিয়ে বিডিও এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
advertisement
আরও পড়ুন : নতুন বছরে নতুন ট্রেন এই জেলায়! গতিবেগ বাড়ছে ৮ লোকালের! এ বার ঝড়ের বেগে গন্তব্যে…জানুন সুখবর
যদিও ঘটনা সম্পর্কে অভিযুক্ত ছেলে বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য কোনও মন্তব্য করেননি। ডেথ সার্টিফিকেট ইস্যুর কথা শিশিরকান্তি রায় মেনে নিলেও ছেলের কীর্তি নিয়ে মুখ খুলতে চাননি। কংগ্রেসের দাবি তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতিতে সাহায্য করেছেন। পাল্টা তৃণমূলের দাবি, যেহেতু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, কংগ্রেস ও সিপিএম জোট পরিচালিত। তাই দায়ভার মহাজোটের বোর্ড আর প্রধানের।
advertisement
advertisement
( প্রতিবেদন : সেবক দেবশর্মা, লিপেস লালা)
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Land Scam: সুস্থ বাবা, জেঠু, কাকাকে ‘মৃত’ বানিয়ে হাতে ‘ডেথ সার্টিফিকেট’! কোটি টাকার জমি হাতাতে গিয়ে যুবকের শেষরক্ষা হল? পরিণতি জানলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement