Local Train Time Table: নতুন বছরে নতুন ট্রেন এই জেলায়! গতিবেগ বাড়ছে ৮ লোকালের! এ বার ঝড়ের বেগে গন্তব্যে...জানুন সুখবর

Last Updated:

Local Train Time Table: মূলত যাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় ঝা।

নববর্ষে উপহার পাচ্ছেন নদিয়ার বাসিন্দারা
নববর্ষে উপহার পাচ্ছেন নদিয়ার বাসিন্দারা
কলকাতা : নতুন বছরের প্রথম দিন, বুধবার ১ জানুয়ারি থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের বাড়ছে গতিবেগ। নতুন লোকাল ট্রেন পাচ্ছে নদিয়া। পাশাপাশি সিঙ্গুর লোকালের যাত্রাপথও বাড়ল। নববর্ষে উপহার পাচ্ছেন নদিয়ার বাসিন্দারা। বুধবার, ১ জানুয়ারি থেকে কৃষ্ণনগর থেকে রানাঘাট নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ছুটি স্পেশাল হিসাবে এই ট্রেনটি চালানো হচ্ছিল। তবে তা বিশেষ দিন উপলক্ষে। এ বার এই ট্রেনটিকে নিয়মিত ভিত্তিক করে দেওয়া হল।
মূলত যাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় ঝা। একইসঙ্গে, হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত যাতায়াতকারী দু’টি লোকাল ট্রেনের যাত্রাপথ বর্ধিত করা হল। হাওড়া থেকে ওই দু’টি লোকাল এখন থেকে আর সিঙ্গুর পর্যন্ত যাবে না। একটি লোকাল হরিপাল পর্যন্ত এবং অন্যটি তারকেশ্বর পর্যন্ত বর্ধিত করা হল।
advertisement
সাংবাদিক বৈঠকে ওই রেলকর্তা দাবি করেছেন, হরিপাল এবং তারকেশ্বর শাখায় যাত্রীসংখ্যা অনেক বাড়ছে। চাহিদাও বাড়ছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এ ছাড়াও ৪২টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের মূল স্টেশন থেকে ছাড়ার সময় বদলে দেওয়া হল। এই ট্রেনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দার্জিলিং মেল, শিয়ালদহ মালদা টাউন গৌড় এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস,  বিকানীর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া-ছত্রপতি শিবাজী মেন টার্মিনাস এক্সপ্রেস, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস মত গুরুত্বপূর্ণ ট্রেনগুলি এ বার থেকে নতুন সময় ছাড়বে। এছাড়াও, ৭২টি এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হল। গন্তব্যস্থলে পৌঁছনোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগত, তার থেকে ওই ৭২টি এক্সপ্রেস ট্রেনের ৫ মিনিট থেকে ৫৫ মিনিট সময় কম লাগবে।
advertisement
advertisement
অর্থাৎ ঘণ্টা প্রতি গতিবেগ বাড়ল তালিকাভুক্ত ট্রেনগুলির।
আরও পড়ুন : ট্রেনে উঠলেই ২০ টাকা! আজ থেকে একবারে ১০ টাকা বাড়ল মেট্রোরেলের টিকিটের দাম
৮ টি লোকাল ট্রেনেরও গতিবেগ বাড়ানো হলো। গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগত, তার থেকে ওই লোকাল ট্রেনগুলির ৬ মিনিট থেকে ২০ মিনিট সময় কম লাগবে। এছাড়াও ৮৬টি লোকাল ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার ট্রেন এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জার ট্রেন নতুন নম্বর নিয়ে ১ জানুয়ারি থেকে যাতায়াত শুরু করছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Local Train Time Table: নতুন বছরে নতুন ট্রেন এই জেলায়! গতিবেগ বাড়ছে ৮ লোকালের! এ বার ঝড়ের বেগে গন্তব্যে...জানুন সুখবর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement