Kamarkundu Rail Overbridge: অব্যাহত ওভারব্রিজ তরজা, রাজ্যের খরচ হয়েছে ৩৪ কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অব্যাহত ওভারব্রিজ তরজা৷ শুক্রবার সিঙ্গুরে এসে কামারকুণ্ডু ওভারব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
#সিঙ্গুর: অব্যাহত ওভারব্রিজ তরজা৷ শুক্রবার সিঙ্গুরে এসে কামারকুণ্ডু ওভারব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, তিনি রেলমন্ত্রী থাকার সময় এই ওভারব্রিজের জন্যে অর্থ বরাদ্দ করেছিলেন৷ একই সঙ্গে উল্লেখ করেছেন, এই প্রকল্পের জন্য খরচ হয়েছে ৫৪ কোটি টাকা, যার মধ্যে রাজ্য দিয়েছে ৩৪ কোটি টাকা ও বিনামূল্যে জমি। এছাড়া তারকেশ্বর-আরামবাগ রেল লাইন নিয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন সিঙ্গুরের সভা-মঞ্চ থেকে রিমোটে ভারচুয়ালি ওভারব্রিজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কামারকুণ্ডু রেলগেটে যানজটের কারণে ২০১৬-র নভেম্বর থেকে কামারকুণ্ডু ওভারব্রিজের কাজ শুরু হয়। প্রায় ১০ মাস আগেই ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও তা চালু হয় নি। ফলে নিত্য ভোগান্তি অব্যাহত ছিল সাধারণ মানুষের। এরই মধ্যে গ্ৰামবাসীরা আবার সাবওয়ের দাবিতে সরব হন। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না গ্ৰামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে সাবওয়ে তৈরির জন্য রেল দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই উড়ালপুল চালুর ক্ষেত্রে জটিলতার সমাধান করে অবিলম্বে উড়ালপুল চালুর কথা ঘোষণা করেন রেল আধিকারিকরা।
advertisement
তবে উদ্বোধনের আগেই এই সেতু নিয়ে শুরু হয় বিতর্ক। রেলের বক্তব্য, ব্রিজ উদ্বোধনে ডাক পায়নি রেল। রেলের দাবি, তারা রাজ্যের থেকে বেশি অর্থ বরাদ্দ করেছে। দু'বার রেলের তরফে জেনারেল ম্যানেজার ও ডিআরএম চিঠি দিয়েছিলেন মুখ্য সচিবকে রেল ওভারব্রিজ উদ্বোধন চেয়ে। এদিকে, সংবাদমাধ্যম থেকে রেল জানতে পারে, ব্রিজ উদ্বোধন হবে। সেখানে আমন্ত্রণ পায়নি বলে অভিযোগ রেলের। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, রেলের তরফে জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, '' আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি ব্রিজ উদ্বোধন হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী করবেন। যেহেতু আমাদের শেয়ার ও সহযোগিতায় এই ব্রিজ করা হয়েছে তাই আমরাও এই সেতু উদ্বোধনে থাকতে চাই। এই রেল ওভার ব্রিজ রাজ্য ও রেলের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে। এই ওভারব্রিজের উদ্বোধনে রেলের তরফে ৬০% ও রাজ্যের তরফে ৪০% অর্থ বরাদ্দ করা হয়েছে।''
advertisement
advertisement
পূর্ব রেল সূত্রে খবর, এই রেল ওভার ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬ কোটি ৮৬ লক্ষ টাকা। রেলের তরফে দেওয়া হয়েছে ২৬ কোটি ০৭ লক্ষ টাকা। রাজ্যের তরফে দেওয়া হয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া রেল সেখানে চালু করছে একটা সাবওয়ে৷ কারণ রেল ওভার ব্রিজ চালু হয়ে যাওয়ায় সেখানে রেলের নিয়মানুযায়ী লেভেল ক্রসিং গেট থাকবে না। সাধারণের দাবি অনুযায়ী, সেখানে একটা সাবওয়ে হবে। সেই সাবওয়ে তৈরিতেই ৬ কোটি টাকা দেবে রেল। তবে লেভেল ক্রসিং রাখার দাবি জানাচ্ছে স্থানীয়দের একাংশ। রেলের বক্তব্য, এই লাইন দিয়ে দুটি রাজধানী, দুটি দুরন্ত আর একটি শতাব্দী যাতায়াত করে৷ লেভেল ক্রসিং চালু হলে রেলের গতি কমবে।
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2022 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kamarkundu Rail Overbridge: অব্যাহত ওভারব্রিজ তরজা, রাজ্যের খরচ হয়েছে ৩৪ কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী