Kalna Crocodile Panic: ভাগীরথীর জলে সাঁতার কাটছে আস্ত কুমির! দেখেই সেই পুরাতন আতঙ্ক ফিরল কালনায়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
ফের কুমির আতঙ্কে কাঁপছে কালনা! ভাগীরথীর জলে নজরে এল বিশাল জলচর।
পূর্ব বর্ধমান: ফের কুমির আতঙ্কে কাঁপছে কালনা! ভাগীরথীর জলে নজরে এল বিশাল জলচর, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আবারও কুমির আতঙ্কের সৃষ্টি হল পূর্ব বর্ধমানের কালনা শহরে। বুধবার সকালে কালনার খেয়াঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে দেখা মিলল এক বিশাল আকৃতির কুমিরের। আচমকাই নদীর জলে ভেসে যেতে দেখা যায় কুমিরটিকে, আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই ফের চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
খেয়াঘাটের এক কর্মচারী সুব্রত মণ্ডল বলেন, “সকালে ৬টার সময় ডিউটি এসেছিলাম, তারপর ৭:৩০ নাগাদ কুমিরটা দেখতে পেলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওটা গুপ্তিপাড়ার দিকে চলে গেল। এর আগেও পালপাড়ায় কুমির দেখা গিয়েছিল।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও কালনার ভাগীরথী নদী সংলগ্ন জাপোট এলাকায় বাড়ির উঠোনে উঠে পড়েছিল একটি কুমির। সেই ঘটনাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রশাসনের তরফে সে সময় বন দফতরকে জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আবারও ভাগীরথীর জলে কুমিরের দেখা মিলতে পুরানো আতঙ্ক নতুন করে ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা রীতিমত দুশ্চিন্তায় ভুগছেন। নদী পাড় সংলগ্ন এলাকার মানুষজন মাছ ধরা, স্নান কিংবা জল সংগ্রহের কাজও করতে ভয় পাচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর দাবি, দ্রুত বন দফতর ও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক। প্রয়োজনে নদীতে নজরদারি বাড়ানো হোক, কুমির ধরা বা স্থানান্তরের ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়। কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল বলেন, “এটা সত্যি ঘটনা। সবাইকে সচেতন থাকার জন্য বলব। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। বন দফতরে খবর দেওয়া হয়েছে।”
advertisement
বিগত দিনেও ভাগীরথী নদীতে কুমিরের বিচরণ নিয়ে একাধিকবার সংবাদে উঠে এসেছে কালনার নাম। পরিবেশবিদদের একাংশ মনে করছেন, নদীর পরিবেশগত পরিবর্তনের কারণেই হয়ত কুমিররা তাঁদের আবাস ছেড়ে নতুন এলাকায় চলে আসছে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 1:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Crocodile Panic: ভাগীরথীর জলে সাঁতার কাটছে আস্ত কুমির! দেখেই সেই পুরাতন আতঙ্ক ফিরল কালনায়