Gach Master: ১০ লাখের বেশি গাছ রোপণ! বর্ধমানের এই শিক্ষক পেয়েছেন নতুন নাম 'গাছ মাস্টার'
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
প্রায় ৬০ বছর বয়সেও নিয়মিত গাছ রোপণ করেন গাছমাস্টার
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মানুষ তাঁকে চেনেন ‘গাছমাস্টার’ নামে। তবে প্রকৃত নাম অরূপ কুমার চৌধুরী। গাছের প্রতি তাঁর অদম্য ভালবাসা ও নিবেদনই তাঁকে এনে দিয়েছে এই পরিচিতি। একসময় একা হাতে গাছ লাগানোর যে শখ ছিল, আজ তা পরিণত হয়েছে এক বৃহৎ পরিবেশ আন্দোলনে। আর এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে ‘গাছ গ্রুপ’। গাছ গ্রুপের হাত ধরে ইতিমধ্যেই রোপিত হয়েছে ১০ লক্ষেরও বেশি গাছ। ১৯৬৫ সালে পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের বামুনিয়া গ্রামে এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন অরূপবাবু। বাবা ও ঠাকুরদা উভয়েই শিক্ষক ছিলেন। পারিবারিক ঐতিহ্য বজায় রেখেই অরূপবাবুও শিক্ষকতার পেশা বেছে নেন। তবে তাঁর জীবনের প্রকৃত ব্রত হয়ে ওঠে গাছ লাগানো ও পরিবেশ রক্ষা।
অরুপ বাবু এই প্রসঙ্গে বলেন, “ঠাকুরদা বলেছিলেন ক্লাসরুমকে সমাজের মধ্যে নিয়ে চলে যেতে হবে। এমন একটা কাজ করতে হবে যেন সমাজের কল্যাণ হয়। সেই কথা মাথায় রেখে আমি সবুজায়নকে বেছে নিয়েছিলাম ছাত্রদের মাধ্যম দিয়ে।” প্রায় ২৫ বছর আগে শুরু হয়েছিল ‘গাছ গ্রুপ’-এর পথচলা। শুরুতে একাই গাছ লাগাতেন তিনি, পরে অনেকেই তাঁর এই কাজে সামিল হন। ধীরে ধীরে তৈরি হয় একটি সুসংগঠিত দল, যার প্রধান লক্ষ্য সমাজে সবুজের পরিমাণ বাড়ানো। ‘গাছ গ্রুপ’ এর নেওয়া নানা উদ্যোগ আজ জেলার বহু মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করেছে।
advertisement
advertisement
অতিথিদের ফুলের তোড়ার পরিবর্তে গাছের চারা উপহার দেওয়া, নবদীক্ষিতদের গাছের চারা বিতরণ, পড়ুয়াদের অংশগ্রহণে ‘আমার গাছ’ প্রকল্প, ‘খণ্ড বন’ তৈরি কিংবা স্মৃতি বৃক্ষরোপণ—সব মিলিয়ে এই গ্রুপ পরিবেশরক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অরুপ বাবু আরও জানিয়েছেন, “প্রত্যেকের উচিৎ অন্তত দুটো করে দীর্ঘজীবি গাছ রোপণ করা। তাহলে ধীরে ধীরে সমাজে অনেক গাছ বাড়বে। আর প্রশাসনের কাছে অনুরোধ যেন গাছ কাটা কম হয় সেই দিকে নজর দেওয়া।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ৬০ বছর বয়সেও অরূপবাবুর উদ্যমে বিন্দুমাত্র ভাটা পড়েনি। আজও তিনি নিয়মিত গাছ রোপণ করেন, গাছের যত্ন নেন। আগামী দিনে আরও বহু পরিকল্পনা রয়েছে তাঁর ঝুলিতে। তিনি বিশ্বাস করেন—“সমাজের জন্য কিছু ভাল করতে হবে”—এই কথাটি তাঁর ঠাকুরদার কাছ থেকে শিখেছেন, আর সেই শিক্ষাকেই জীবনের মন্ত্র করে এগিয়ে চলেছেন। পরিবেশের প্রতি এমন নিঃস্বার্থ ভালবাসা, নিরলস পরিশ্রম ও সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। গাছমাস্টার অরূপ কুমার চৌধুরীর এহেন উদ্যোগ আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 9:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gach Master: ১০ লাখের বেশি গাছ রোপণ! বর্ধমানের এই শিক্ষক পেয়েছেন নতুন নাম 'গাছ মাস্টার'