advertisement

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা গ্রামে, মশাল জ্বালিয়ে দেবীকে কাঁধে নিয়ে দৌড়! বোলতলা কালীর বিসর্জনই আসল আকর্ষণ

Last Updated:

Kali Puja 2025 : মশালের আলোয় মায়ের বিসর্জন হয় বর্ধমানের বোলতলা কালীর। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় গোটা গ্রামে। দেবীকে তাঁকে কাঁধে তুলে দৌড়ে নিয়ে যাওয়া এই পুজোর নিয়ম।

+
বোলতলা

বোলতলা কালীর বিসর্জন

কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: দুপাশে থরে থরে জ্বলছে পাটকাঠির মশাল। সেই মশালের আগুনে গ্রাম জুড়ে তৈরি হয়েছে কার্যত এক চোখ ধাঁধানো পরিবেশ। আর সেই আলো ভেদ করে এগিয়ে আসছেন এক বিশালাকার দেবী প্রতিমা। পূর্ব বর্ধমানের কাটোয়ার মুস্থূলী গ্রামের বোলতলা কালীপুজোর এই বিরল দৃশ্য দেখতে হাজির হয়েছিলেন অগণিত দর্শনার্থী। তাদের সকলের মুখ মশালের আলোয় উজ্জ্বল প্রতিমার দিকে।
সারা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হল কালীপুজো ও দীপাবলী। আলোর এই উৎসবে সামিল হয়েছিলেন কম বেশি সকলেই। এই রাজ্যেও বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য কালী সাধনস্থল। সেই প্রতিটি জায়গার রয়েছে নিজস্ব কিছু রীতি রেওয়াজ, কিছু বৈশিষ্ট্য। তেমনি পূর্ব বর্ধমানের কাটোয়া ২ ব্লকের মুস্থূলীর মা বোলতলা কালী। পুজো কমিটির সম্পাদক উজ্বল মুখার্জি বলেন, পাটকাঠির মশালের আলোয় মায়ের বিসর্জন হয়, এটাই আমাদের এখানকার ঐতিহ্য। বহু বছর ধরে এটাই হয়ে আসছে। আজ অবধি কোনও রকম অঘটন ঘটেনি।”
advertisement
advertisement
অন্যান্য বছরের মতো এই বছরেও শতাব্দীপ্রাচীন এই পুজো আজও সমান উৎসাহের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই দেবীর বিসর্জন যাত্রা কার্যত লোমহর্ষক। সোশ্যাল মিডিয়াতেও বর্তমানে তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেবী কালী এখানে পূজিতা হন ‘মা বোলতলা কালী’ নামে। এই পুজো পরিচালনার দায়িত্বে থাকে পুজো ট্রাস্ট। ট্রাস্ট ও গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে এবছরও একই নিষ্ঠায় অনুষ্ঠিত হল এই কালী আরাধনা। মুস্থূলী গ্রামের এই মন্দিরে তন্ত্রমতে হয় দেবীর পুজো। দীপান্বিতা অমাবস্যার দুপুরে শুরু হয় সিঁদুরখেলার বিশেষ পর্ব।
advertisement
প্রায় ১১ ফুট উচ্চতার এই কালী প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছিল সোনা ও রুপোর গয়নায়। তবে এই পুজোর আসল আকর্ষণ দেবীর বিসর্জনের রীতি। বিসর্জনের মুহূর্তে গোটা গ্রাম যেন অন্য জগতের রূপ নেয়। প্রসঙ্গত, বিসর্জন যাত্রা বেরোনোর আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় গোটা গ্রামে। আলোর উৎস বলতে একমাত্র থাকে ওই পাটকাঠির মশাল। আর সেই দৃশ্যের সাক্ষী থাকতে মঙ্গলবার এই গ্রামে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন অসংখ্য মানুষ। তাদের অনেকেই ক্যামেরাবন্দী করছিলেন এই বিশেষ মুহূর্তটিকে।
advertisement
গ্রামবাসী জয়ন্ত মাঝি বলেন, “ছোট থেকেই দেখে আসছি পাটকাঠির মশালের আলোয় বিসর্জন হতে। মায়ের কৃপা আর মহিমার জন্য আমাদের মশালের আগুনে কিছুই হয়না।”প্রাচীন প্রথা মেনে, এখানে দেবীর সঙ্গে দৌড়ায় সারি সারি মশালের আলো। প্রতিধ্বনিত হয় ‘জয় মা কালী’ ধ্বনি। স্থানীয়দের বিশ্বাস, মা বোলতলা কালীকে হেঁটে নিয়ে যাওয়া যায় না, তাঁকে কাঁধে তুলে দৌড়ে নিয়ে যাওয়াই এই পুজোর নিয়ম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিমা নিয়ে যাওয়া হয় পাশের গ্রাম আমডাঙ্গায়। যেখানে অবস্থান করছেন বুড়ো শিব। দেবী ও শিবের ‘দর্শন’ পর্ব সম্পন্ন হয়। পরে একইভাবে দৌড়ে দেবীকে ফিরিয়ে আনা হয় মুস্থুলী গ্রামে এবং মন্দির সংলগ্ন পুকুরে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের আচার। শতাব্দী পেরিয়েও এই রীতিনীতি, বিশ্বাস আর ভক্তির আবেগ আজও অটুট রয়েছে। যা এক একটি ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে করে তুলেছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা গ্রামে, মশাল জ্বালিয়ে দেবীকে কাঁধে নিয়ে দৌড়! বোলতলা কালীর বিসর্জনই আসল আকর্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement