Kali Puja 2021: বারাসতে ফের জাঁক করে কালীপুজো, তবে নজরে করোনা বিধি পালন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কালীপুজো (Kali Puja) দরজায় কড়া নাড়ছে আর ঐতিহ্য নিয়ে সেজে উঠছে বারাসত (Barasat)।
#বারাসত: কালীপুজো (Kali Puja) দরজায় কড়া নাড়ছে আর ঐতিহ্য নিয়ে সেজে উঠছে বারাসত (Barasat)। করোনা আবহে সব বিধিনিষেধ মেনে থিম ও মণ্ডপসজ্জা দিয়ে শ্যামাপুজোর ৭২ তম বর্ষে এবার নজর কাড়তে চলেছে দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন৷
পুজোর থিম সবুজায়ন, এছাড়াও পুজোর পার্শ্বদৃশ্যায়ন হিসেবে থাকছে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যানার৷ খুঁটিপুজো উপলক্ষ্যে রবিবারের সকালে পুজো কমিটির উদ্যোক্তা বিপ্লব রায় জানান, ‘‘করোনা বিধিনিষেধ মেনেই সবদিক নজরে রেখে এবার বৃহৎ কলেবরে পুজো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা।’’ সেরা মণ্ডপসজ্জা ও স্থানীয় মৃৎশিল্পী সমন্বয়ে বড় পুজোর উদ্যোগ নিয়ে দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য অবশ্য বারাসতের সেরা কালীপুজোগুলির তালিকায় ঢুকে পড়া কারণ বারাসতে কয়েকটি পুজো কমিটি বড় বাজেট থেকে পিছিয়ে এসেছে।
advertisement
বারাসতের অন্যতম প্রাচীন সার্বজনীন পুজো দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন এবার তাঁদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।
advertisement
Rajarshi roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2021 5:38 PM IST

