Kaka Bhaipo Incident: বাড়ি থেকে হাওয়া রুপোর সব জিনিস, কেউ লাগিয়ে দিল আগুনও, পুলিশ বলছে- কাকার ঘরে চোর খোদ ‘ভাইপোই’
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Kaka Bhaipo Incident:পরিবারের লোকের দাবি, অপরাধী যেন শাস্তি পায়, গ্রামের মধ্যে এরকম ঘটনা মেনে নিতে পারছে না কেউ।
ঘাটাল: কাকার বাড়িতে ভাইপো চোর, পরিবারের সদস্যই থানায় করল অভিযোগ। গ্রেফতারও হল ভাইপো। কাকার বাড়িতে চুরি করল ভাইপো, শুধু চুরি নয় চুরি করার পর বাড়ির ভিতর থাকা আসবাবপত্রে আগুনও লাগিয়ে দেয়। ঘটনায় হতবাক পড়শিরা বাসিন্দারা। চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় দাসপুর থানায়। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে দাসপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রামে।
জানা যায় রাজনগর গ্রামে পাপিয়া দাস (ঠাকুর)-র বাড়িতে চুরি হয়। বেশ কিছু রুপোর জিনিস চুরি হয় এমনই অভিযোগ পাপিয়া দাস (ঠাকুরের)। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চোর অন্য কেউ নয় পাপিয়া দাস ঠাকুরের ভাইপো জিৎ দাস ঠাকুর।

advertisement
advertisement
কাকার বাড়িতে ভাইপোর দুষ্কৃতী
শুধু চুরি নয়, চুরির পরে বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় তারপরে পালিয়ে যায় জিৎ দাস ঠাকুর। ঘটনার অভিযোগ জানান হয় দাসপুর থানায়, ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দাসপুর থানার পুলিশ আজ ভোররাতে জিৎ দাস ঠাকুরকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ ।
advertisement
এদিন ঘাটাল মহকুমা আদালতে তোলা হয় জিৎ দাস ঠাকুরকে। কাকার ঘরে ভাইপো চুরি এতেই অবাক গ্রামবাসী থেকে শুরু করে এলাকার মানুষজন। নিজের বাড়িতে নিজেই চোর এই স্ট্যাইলে চুরি ঘটনায় থ বনে যায় সকলে। এখন দেখার পুলিশের তদন্তে কী উঠে আসে। এলাকার সাধারণ মানুষ থেকে পরিবারের লোকের দাবি, অপরাধী যেন শাস্তি পায়, গ্রামের মধ্যে এরকম ঘটনা মেনে নিতে পারছে না কেউ।
advertisement
Mijanur Rahaman
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaka Bhaipo Incident: বাড়ি থেকে হাওয়া রুপোর সব জিনিস, কেউ লাগিয়ে দিল আগুনও, পুলিশ বলছে- কাকার ঘরে চোর খোদ ‘ভাইপোই’