Jyotipriya Mallick: রাজ্যপালের সঙ্গে মঞ্চে 'তিনি', 'প্রতিবাদে' যা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক...

Last Updated:

Jyotipriya Mallick: বস্তুত রাজ্যপালের সঙ্গে রাজ্যের তীব্র সংঘাত বেঁধেছে। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব আনার কথা বলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

জ্যোতিপ্রিয়র প্রতিবাদ
জ্যোতিপ্রিয়র প্রতিবাদ
#বারাকপুর: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) পাশে বসলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। প্রতিবাদে বারাকপুরের গান্ধি ঘাটের অনুষ্ঠানে মঞ্চে বসলেন না প্রোটোকল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। মঞ্চ থেকে নেমে নীচে বসলেন তিনি। রাজ্যপাল ডেকে জানতে চাইলেন, কেন তিনি নিচে বসলেন? উত্তরে মন্ত্রী জানান, ''আপনি একজন প্রফেশনাল কিলারকে পাশে নিয়ে বসেছেন। তাই মঞ্চে না বসে প্রতিবাদ করলাম।'' এই প্রসঙ্গে গতকাল রাতের নয়াপাড়ার তৃণমূল নেতা খুনের ঘটনার উল্লেখ করেন তিনি।
বস্তুত রাজ্যপালের সঙ্গে রাজ্যের তীব্র সংঘাত বেঁধেছে। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব আনার কথা বলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনা ঘিরে রাজনৈতিক মহলের সর্বত্র চর্চা চলছে৷ তবে এই স্বতন্ত্র প্রস্তাব বিষয়টি একেবারেই নজিরবিহীন নয়। এর আগে বাংলার প্রাক্তন রাজ্যপাল ধরমবীর ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের বিরুদ্ধেও স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছিল।
advertisement
advertisement
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এ বিষয়ে জানিয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর ড্রাফট নিয়ে প্রশংসা করেছিলেন। ইতিমধ্যেই তৃণমূল দাবি করেছে, 'স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন। কিন্তু তারা কখনওই সাংবিধানিক গণ্ডি লঙ্ঘন করেননি। ভুলেও যাননি তাঁদের পদটা আসলে আলঙ্কারিক। তাঁরা সাংবিধানিকভাবে শীর্ষে থাকলেও আসলে ক্ষমতা কিন্তু রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই৷ তাঁদের সিদ্ধান্তকে তিনি সাংবিধানিক রূপ দেন। কিন্তু রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা।'
advertisement
এই পরিস্থিতিতে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের প্রতিবাদ জানালেন অভিনব পথে। এদিন রাজ্যপালের ওই অনুষ্ঠানের শেষে নিউজ 18 বাংলা-কেও রাজ্যের বনমন্ত্রী বলেন, ''আমাকে মঞ্চে ডাকা হয়েছিল। কিন্তু রাজ্যপাল অর্জুন সিংকে পাশে নিয়ে বসলেন। অর্জুন তো একজন পেশাদার খুনি। সেই প্রতিবাদেই আমি মঞ্চে বসিনি।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick: রাজ্যপালের সঙ্গে মঞ্চে 'তিনি', 'প্রতিবাদে' যা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement