Jyotipriya Mallick: রাজ্যপালের সঙ্গে মঞ্চে 'তিনি', 'প্রতিবাদে' যা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jyotipriya Mallick: বস্তুত রাজ্যপালের সঙ্গে রাজ্যের তীব্র সংঘাত বেঁধেছে। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব আনার কথা বলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
#বারাকপুর: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) পাশে বসলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। প্রতিবাদে বারাকপুরের গান্ধি ঘাটের অনুষ্ঠানে মঞ্চে বসলেন না প্রোটোকল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। মঞ্চ থেকে নেমে নীচে বসলেন তিনি। রাজ্যপাল ডেকে জানতে চাইলেন, কেন তিনি নিচে বসলেন? উত্তরে মন্ত্রী জানান, ''আপনি একজন প্রফেশনাল কিলারকে পাশে নিয়ে বসেছেন। তাই মঞ্চে না বসে প্রতিবাদ করলাম।'' এই প্রসঙ্গে গতকাল রাতের নয়াপাড়ার তৃণমূল নেতা খুনের ঘটনার উল্লেখ করেন তিনি।
বস্তুত রাজ্যপালের সঙ্গে রাজ্যের তীব্র সংঘাত বেঁধেছে। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব আনার কথা বলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনা ঘিরে রাজনৈতিক মহলের সর্বত্র চর্চা চলছে৷ তবে এই স্বতন্ত্র প্রস্তাব বিষয়টি একেবারেই নজিরবিহীন নয়। এর আগে বাংলার প্রাক্তন রাজ্যপাল ধরমবীর ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের বিরুদ্ধেও স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছিল।
advertisement
advertisement
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এ বিষয়ে জানিয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর ড্রাফট নিয়ে প্রশংসা করেছিলেন। ইতিমধ্যেই তৃণমূল দাবি করেছে, 'স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন। কিন্তু তারা কখনওই সাংবিধানিক গণ্ডি লঙ্ঘন করেননি। ভুলেও যাননি তাঁদের পদটা আসলে আলঙ্কারিক। তাঁরা সাংবিধানিকভাবে শীর্ষে থাকলেও আসলে ক্ষমতা কিন্তু রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই৷ তাঁদের সিদ্ধান্তকে তিনি সাংবিধানিক রূপ দেন। কিন্তু রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা।'
advertisement
এই পরিস্থিতিতে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের প্রতিবাদ জানালেন অভিনব পথে। এদিন রাজ্যপালের ওই অনুষ্ঠানের শেষে নিউজ 18 বাংলা-কেও রাজ্যের বনমন্ত্রী বলেন, ''আমাকে মঞ্চে ডাকা হয়েছিল। কিন্তু রাজ্যপাল অর্জুন সিংকে পাশে নিয়ে বসলেন। অর্জুন তো একজন পেশাদার খুনি। সেই প্রতিবাদেই আমি মঞ্চে বসিনি।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 11:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick: রাজ্যপালের সঙ্গে মঞ্চে 'তিনি', 'প্রতিবাদে' যা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক...

