India Book of Record: নদীয়ার ৯ বছরের কন্যার কীর্তি, বঙ্গবাসী হিসেবে গর্বিত হবেন আপনিও!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Book of Record: মাত্র ৯ বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খেতাব জয় করে আগামী দিনে গিনেস বুক অব রেকর্ডে নাম তোলার ইচ্ছা রয়েছে তার।
#নদীয়া: মাত্র ৯ বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (India Book of Record) নাম তুলে নজির গড়ল নদীয়ার চাপড়ার তানভি আরসি মণ্ডল।
মাত্র ৪ মিনিট ৪৪ সেকেন্ডে হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে ১১০ টি প্রশ্নের উত্তর দিয়ে সবচেয়ে ছোট বয়সে তার এই রেকর্ড। তানভির মা এবং বাবা দুজনে স্কুল শিক্ষক। ছোট থেকেই তার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ। স্বপ্ন স্পেস সাইন্টিস্ট হওয়ার। মাত্র ৯ বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খেতাব জয় করে আগামী দিনে গিনেস বুক অব রেকর্ডে নাম তোলার ইচ্ছা রয়েছে তার।
advertisement
তানভির মা তমসী রায় চৌধুরী জানিয়েছেন ইতিমধ্যে এই বিষয় নিয়েই এশিয়া বুক অব রেকর্ডে আবেদন করা হয়েছে। পাশাপাশি স্বপ্ন রয়েছে গিনেস বুক অব রেকর্ডে নাম তোলার। তবে তা হিউম্যান অ্য়ানাটমি এবং ফিজিওলজি নিয়ে নয়, ছোট থেকেই তানভীর স্বপ্ন স্পেস সাইন্টিস্ট হওয়ার। তাই স্পেস সায়েন্স নিয়েই গিনেস বুক অব রেকর্ডে নাম তুলতে চায় সে।
advertisement
advertisement
মাত্র দিন কয়েক আগে মেধার জোরে মাত্র তিন বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছিল এক শিশু ৷ বিস্ময় ওই প্রতিভার নাম রিভান নন্দী ৷ মাত্র ৩ বছর বয়সে রিভান যে কোনও দেশের রাজধানীর নাম বলে দিতে পারে ৷ এমনকি ভারতের সব রাজ্যের রাজধানীর নামও তার জানা৷ পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের নামও তার জানা আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 10:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Book of Record: নদীয়ার ৯ বছরের কন্যার কীর্তি, বঙ্গবাসী হিসেবে গর্বিত হবেন আপনিও!

