Jyotipriya Mallick Arrest: 'উন্নয়ন থমকে গেল', জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই আশঙ্কায় 'দেশের বাড়ি'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jyotipriya Mallick Arrest: এই এলাকায় মল্লিক পরিবারের অনেক অবদান রয়েছে এমনই জানালেন এলাকার বাসিন্দারা।
কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন ইডির হাতে। এরপরই এদিন শুক্রবার দুপুরে কালনা মহকুমার মন্তেশ্বরের খাঁপুর এলাকায় থাকা তার পৈত্রিক ভিটের পাশে থাকা প্রতিবেশীরা প্রতিক্রিয়ায় জানালেন, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিতে এলাকার উন্নয়ন স্তব্ধ হল। জ্যোতিপ্রিয় মল্লিকের বাবা শক্তিপদ মল্লিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী।
এই এলাকায় মল্লিক পরিবারের অনেক অবদান রয়েছে এমনই জানালেন এলাকার বাসিন্দারা। তবে তার গ্রামে যে বাড়ি রয়েছে সেই বাড়ি দেখে বোঝার উপায় নেই তিনি এত কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: কত কোটির মালিক সস্ত্রীক জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে? রইল হিসেব-নিকেশ
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরই গতকাল তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি চক্রান্তের শিকার। আর মন্তেশ্বরের খাঁপুরে বসবাসকারী নবীন থেকে প্রবীণ সকলেই জানাচ্ছেন মল্লিক পরিবারের একাধিক অবদান রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, তৈরি হয়েছে পাওয়ার হাউস, কলেজ, আর যার বেশিরভাগ অংশই মল্লিক পরিবারের দান করা জমির উপরেই তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীদের।
advertisement
তবে জ্যোতিপ্রিয়বাবু এখানে খুব বেশি আসতেন না, কোন কোন বছর পুজোর সময় আসতেন। আর তার এই গ্রেফতারিতে উন্নয়ন থমকে যাবার পাশাপাশি এলাকাবাসীদের মন খারাপ এমনও জানান এদিন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick Arrest: 'উন্নয়ন থমকে গেল', জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই আশঙ্কায় 'দেশের বাড়ি'