Shantiniketan: ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করলেই শান্তিনিকেতনে আপনার নামে গাছ!

Last Updated:

Sonajhuri- যদি বোলপুর শান্তিনিকেতন যান, তা হলে আপনার নামেই লাগিয়ে দেওয়া হচ্ছে একটি গাছ, তবে কীভাবে সম্ভব জানুন বিস্তারিত।

+
বৃক্ষরোপন

বৃক্ষরোপন

বীরভূম: হাতে একদিনের ছুটি কোথায় যাবেন ভাবছেন? ভ্রমণপিপাসু বাঙালি ছুটে আসে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন শুধুই কী কবিগুরুর টানে! না একদম না, এর পাশাপাশি রয়েছে বোলপুর শান্তিনিকেতনে একাধিক দেখার জায়গা। যেমন বর্তমানে পর্যটকদের কাছে মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বোলপুর সোনাঝুরির হাট। দিন যত এগিয়েছে ততই বোলপুর শান্তিনিকেতনে দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকের সংখ্যা বেড়েছে।
একদিকে যেমন পর্যটকদের সংখ্যা বেড়েছে ঠিক একই ধারে ধীরে ধীরে নষ্ট হচ্ছে সোনাঝুড়ি হাটের প্রাকৃতিক ঐতিহ্য। তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কীভাবে সোনাঝুরির হাটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে? দিন দিন এই হাটে যেমন পর্যটকদের সংখ্যা বাড়ছে তেমন বাড়ছে প্রাকৃতিক দূষণ। সোনাঝুরির হাটের চারিধারে পড়ে রয়েছে একাধিক প্লাস্টিক। যত্রতত্ত্ব নোংরা আবর্জনার ফলে প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট।
advertisement
আরও পড়ুন- মালদহে এবার ম্যাঙ্গো হাব? বড় পদক্ষেপ আম ব্যবসায়ীদের, সরাসরি চিঠি কেন্দ্রকে
অন্যদিকে, পর্যটকদের সংখ্যা যখন এক দিকে বাড়ছে ঠিক তেমনই সোনাঝুরির হাটের বিভিন্ন গাছ কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আর তার ফলেই হাটের সৌন্দর্য হারাচ্ছে। এই কারণেই একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সতর্ক বার্তা জারি করা হলেও কোনও সুরাহা মেলেনি। আর এসব কথা মাথায় রেখে এবার প্রায় ১০ লক্ষ গাছ লাগানোরপরিকল্পনা নিল বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের বেশ কয়েকজন যুবক।
advertisement
advertisement
“মিশন গ্রিন শান্তিনিকেতন” এই নাম দিয়ে এক সংস্থা বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে শুরু করে কোপাই নদী এমনকী গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে প্রায় ১০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। আর এই নির্দিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করলেই আপনার নামে লাগিয়ে দেওয়া হবে একটি গাছ।যে গাছ রয়ে যাবে আপনার স্মৃতি। তার জন্য আপনাকে কোনও খরচ করতে হবে না।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantiniketan: ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করলেই শান্তিনিকেতনে আপনার নামে গাছ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement