Bangla News: বাংলার জয়জয়কার...! মাত্র ২ বছর দু'মাসেই বিরাট রেকর্ড! ছোট্ট 'এই' বালক যা করল, জানলে আঁতকে উঠবেন...

Last Updated:

Bangla News: ছোট্ট ইহান এর সাফল্যে খুশি পরিবার,মিষ্টি বিতরণ করলেন পাড়া প্রতিবেশীদের।কী এমন করল ইহান।

+
ছোট্ট

ছোট্ট ইহান 

বীরভূম: বীরভূমের মাটি থেকে উঠে এলও আবারও এক বিস্ময় বালক। ছোট্ট ইহান যার বয়স মাত্র দু’বছর দু’মাস। ইতিমধ্যেই তার নাম তুলে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। ৪১ টি দেশের নাম ১১ টি কিটপতঙ্গ, ১৬ টি ফুল, ৭ টি শুকনো ফল, শরীরের ২০ টি অঙ্গ, ২৪ টি ফল,৬৫ টি প্রাণী,২২টি শাক-সবজি,১১টি রং,২২টি গাড়ি,এবং ২১ টি বাড়ির কাজের নাম অকপটে বলে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
সব ক্ষেত্রে দেখা যায় এই বয়সে শিশুরা খেলাধুলায় মত্ত থাকেন। তবে ঠিক সেই জায়গায় ইহান যেন এক অন্য ধরনের তার মন সব সময় পড়াশোনায় মত্ত। গল্পের মাধ্যমে পড়াশোনা শুনতে এবং নতুন নতুন বিষয় জানতে আগ্রহ তুঙ্গে ইহানের। পরিবারের তরফ থেকে গত মাসে আবেদন করা হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ। কঠোর যাচাইয়ের পর তার নাম উঠে সেই রেকর্ড বইয়ে।
advertisement
advertisement
তার এই বিরল কৃতিত্বে খুশির হাওয়া ইহানের পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে। কয়েকদিন আগেই ইন্ডিয়া বুকস অফ রেকর্ড থেকে উপহার এবং শংসাপত্র এসে পৌঁছেছে ইহানের বাড়িতে। এই সাফল্য শুধু ইহানের নয়, গোটা বীরভূম তথা কির্ণাহারের সাফল্য এটি। ছোট্ট ইহানের এই পথ চলা যেন আরও দূর পর্যন্ত পৌঁছায় তার সাফল্য রঙিন হোক আগামীর স্বপ্ন।
advertisement
ইহানের বাড়ির সদস্যরা জানান ইহানকে আগামী দিনে আরও ভালভাবে পড়াশোনা করাতে চান তারা। এই খুশির খবর পাওয়ার পর পাড়া-প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নিয়েছেন ইহানের বাড়ির সদস্যরা।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাংলার জয়জয়কার...! মাত্র ২ বছর দু'মাসেই বিরাট রেকর্ড! ছোট্ট 'এই' বালক যা করল, জানলে আঁতকে উঠবেন...
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement