Bangla News: বাংলার জয়জয়কার...! মাত্র ২ বছর দু'মাসেই বিরাট রেকর্ড! ছোট্ট 'এই' বালক যা করল, জানলে আঁতকে উঠবেন...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Bangla News: ছোট্ট ইহান এর সাফল্যে খুশি পরিবার,মিষ্টি বিতরণ করলেন পাড়া প্রতিবেশীদের।কী এমন করল ইহান।
বীরভূম: বীরভূমের মাটি থেকে উঠে এলও আবারও এক বিস্ময় বালক। ছোট্ট ইহান যার বয়স মাত্র দু’বছর দু’মাস। ইতিমধ্যেই তার নাম তুলে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। ৪১ টি দেশের নাম ১১ টি কিটপতঙ্গ, ১৬ টি ফুল, ৭ টি শুকনো ফল, শরীরের ২০ টি অঙ্গ, ২৪ টি ফল,৬৫ টি প্রাণী,২২টি শাক-সবজি,১১টি রং,২২টি গাড়ি,এবং ২১ টি বাড়ির কাজের নাম অকপটে বলে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
সব ক্ষেত্রে দেখা যায় এই বয়সে শিশুরা খেলাধুলায় মত্ত থাকেন। তবে ঠিক সেই জায়গায় ইহান যেন এক অন্য ধরনের তার মন সব সময় পড়াশোনায় মত্ত। গল্পের মাধ্যমে পড়াশোনা শুনতে এবং নতুন নতুন বিষয় জানতে আগ্রহ তুঙ্গে ইহানের। পরিবারের তরফ থেকে গত মাসে আবেদন করা হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ। কঠোর যাচাইয়ের পর তার নাম উঠে সেই রেকর্ড বইয়ে।
advertisement
advertisement
তার এই বিরল কৃতিত্বে খুশির হাওয়া ইহানের পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে। কয়েকদিন আগেই ইন্ডিয়া বুকস অফ রেকর্ড থেকে উপহার এবং শংসাপত্র এসে পৌঁছেছে ইহানের বাড়িতে। এই সাফল্য শুধু ইহানের নয়, গোটা বীরভূম তথা কির্ণাহারের সাফল্য এটি। ছোট্ট ইহানের এই পথ চলা যেন আরও দূর পর্যন্ত পৌঁছায় তার সাফল্য রঙিন হোক আগামীর স্বপ্ন।
advertisement
আরও পড়ুন-দাদা রাজ কাপুরের সঙ্গে গদগদ প্রেম, লোকলজ্জা ভুলে ভাইকে ‘চুমু’ খেতে চাইলেন নার্গিস, তারপর যা হল…
ইহানের বাড়ির সদস্যরা জানান ইহানকে আগামী দিনে আরও ভালভাবে পড়াশোনা করাতে চান তারা। এই খুশির খবর পাওয়ার পর পাড়া-প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নিয়েছেন ইহানের বাড়ির সদস্যরা।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 7:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাংলার জয়জয়কার...! মাত্র ২ বছর দু'মাসেই বিরাট রেকর্ড! ছোট্ট 'এই' বালক যা করল, জানলে আঁতকে উঠবেন...







