Joydev Kenduli Mela: ২৫১টি আখড়া নিয়ে শুরু জয়দেব কেন্দুলি মেলা! বাউল-ফকিরের ভিড়ে জমজমাট

Last Updated:

Joydev Kenduli Mela: আনুষ্ঠানিকভাবে নিয়ম-নীতি মেনে শুরু হল জয়দেব মেলা। মানুষের ভিড় উপচে পড়ছে! জানুন কীভাবে যাবেন, কোথায় হয় এই মেলা!

+
জয়দেব

জয়দেব মেলা

বীরভূম: সোমবার নিয়ম নীতি অনুসরণ করে ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। উদ্বোধন করেন SRDA-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। জয়দেব কেন্দুলি মেলা উপলক্ষে অজয় নদের চরে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়।মকরের পুণ্যস্নানের পর পুণ্যার্থীরা রাধাবিনোদের মন্দিরে পুজো দেন।পাশাপাশি হাজার-হাজার বাউল, ফকির মকর সংক্রান্তির দিন সমবেত হন মেলায়।তারা তাদের আখড়া জমিয়ে তোলেন সেখানেই।
সোমবার ভোর থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করে।বিকেলে সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়।লক্ষাধিক মানুষের সমাগমে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তুত জেলা পুলিশ ও প্রশাসন।অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা।এর পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে প্রশাসনের তরফ থেকে।প্রশাসনিক সূত্রে খবর এবছর মেলা প্রাঙ্গণে প্রায় ২০০টি সিসি ক্যামেরা ও ১৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
advertisement
advertisement
তবে কেন এত জনপ্রিয় এই মেলা! এই বিষয়ে জানা যায় প্রসঙ্গত ১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। প্রায় ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে নানা কাহিনি।রয়েছে নানান দেবদেবীর মূর্তি।এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত।
advertisement
অতিরিক্ত ভিড় সামাল দিতে কড়া পুলিশ প্রশাসন।মেলার বাইরে মোট ৮ টি পার্কিং ও ২৩টি ড্রপগেট স্থাপন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।এছাড়া আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ফায়ার ফাইটিং টিম রাখা হয়েছে।ভক্তদের নিরাপত্তায় প্রায় ১৬৩৪ জন সিভিক ভলান্টিয়ার, ৭৩৬ জন পুলিশকর্মী, ১৭টি অ্যান্টি ক্রাইম টিম ঘুরে বেড়াচ্ছে মেলা প্রাঙ্গণে।মহিলাদের নিরাপত্তায় দু’টি উইনার্স টিম থাকছে মেলায়।গ্রামীণ এই মেলায় মূলত বাউল-ফকিররা সমবেত হন। তাই তাঁদের থাকার জন্য স্থায়ী-অস্থায়ী মিলে মোট ২৫১টি আখড়া ব্যাবস্থা করা হয়েছে। তিন দিন ধরে আয়োজন করা হয় প্রত্যেক বছর।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joydev Kenduli Mela: ২৫১টি আখড়া নিয়ে শুরু জয়দেব কেন্দুলি মেলা! বাউল-ফকিরের ভিড়ে জমজমাট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement