Nadia News: বাজার থেকে নকল হলুদ গুঁড়ো কিনে খাচ্ছেন? শান্তিপুরের ঘটনায় শিউরে উঠবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Counterfeit Turmeric Powder: হলুদ গুঁড়ো কেনার আগে সাবধান! এই নকল হলুদে চরম ক্ষতি হতে পারে শরীরের! জানুন
নদিয়া: বাজারে যে সমস্ত রান্নায় ব্যবহৃত হলুদ গুঁড়ো পাওয়া যায় তা আদতে খাঁটি তো? পয়সা দিয়ে কিনে খাচ্ছেন না তো ভেজাল? ডেকে আনছেন না তো নিজের শরীরের জন্য কোনও মারাত্মক বিপদ! পুলিশের বিশেষ অভিযানে ২-হাজার ২০০ কিলো বাজেয়াপ্ত হলুদ, উদ্ধার হলুদ তৈরি সরঞ্জাম! গ্রেফতার দুই। পুলিশের বিশেষ অভিযানে এবার আরও এক বড় সাফল্য নদিয়ার রানাঘাট পুলিশ জেলার।
সূত্রের খবর সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় লোকনাথ সাহার হলুদ তৈরির কারখানাতে হানাদেয় শান্তিপুর থানার একটি বিশেষ টিম, সেখান থেকেই ভেজাল হলুদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়, পরবর্তীতে ২,২০০ কিলো ভেজাল হলুদ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চালের গুঁড়ো সহ আরও দুই ধরনের পদার্থ দিয়ে এই ভেজাল হলুদ তৈরি হত। পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল।
advertisement
advertisement
সোমবার বিশেষ সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে আবারও সাফল্য অর্জন করে রানাঘাট পুলিশ জেলা। তবে হলুদ তৈরির কারখানার মালিক লোকনাথ সাহা এবং পরিতোষ মল্লিককে প্রথমে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করে পুলিশ, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অসংগতি থাকায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।
advertisement
এ প্রসঙ্গে মঙ্গলবার বেলা নাগাদ নদিয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল জানান, এই ভেজাল হলুদ তৈরি হত বেশিরভাগ চালের গুড়ো এবং ময়দা মিশ্রণ করে। আর সেখানে ব্যবহার করা হতো ফুট জাতীয় রং। এইভাবে ভেজাল হলুদ তৈরি করে প্যাকেট এর মধ্যে দিয়ে বাজারজাত করা হত। তবে এই হলুদ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সেই কারণে এই বিশেষ অভিযান চলছে। আগামী দিনে আরওবড় পদক্ষেপ নেবে রানাঘাট পুলিশ জেলা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বাজার থেকে নকল হলুদ গুঁড়ো কিনে খাচ্ছেন? শান্তিপুরের ঘটনায় শিউরে উঠবেন

