বালি বোঝাই ওভারলোড ট্রাকের দৌরাত্ম্যে জীবন জেরবার, প্রশাসনের সাড়া না পেয়ে গ্রামবাসীরা যা করলেন... পিছু হটল পুলিশও

Last Updated:

গাড়ির পারমিট রয়েছে ৩৫ থেকে ৪০ সিএফপি সেখানে মাল যাচ্ছে ৬৫ থেকে ৭০ সিএফটি। অর্থাৎ এক একটি গাড়িতে দ্বিগুণ লোডে বালি যাচ্ছে।

গ্রামের রাস্তা দিয়ে অনবরত যাচ্ছে ওভারলোড ট্রাক, রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ
গ্রামের রাস্তা দিয়ে অনবরত যাচ্ছে ওভারলোড ট্রাক, রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ
ঝাড়গ্রাম, রাজু সিংঃ গ্রামের রাস্তা দিয়ে অনবরত পার হয় ওভারলোডেড বালি গাড়ি। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোন কাজ না হওয়ায় শেষে গ্রামবাসীরা অবরোধ করলেন রাস্তা। বুধবার দুপুর দু’টো থেকে অবরোধ শুরু হয়েছে। যা বৃহস্পতিবার পর্যন্ত চলছে। গতকাল বিকেলে স্থানীয় লালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসীরা। পুলিশ বাধ্য হয় পিছু হটতে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশকে জানানো হয়েছিল কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই যতদিন না পর্যন্ত রাস্তার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে, এমনটাই জানালেন ঝাড়গ্রাম জেলার অন্তর্গত লালগড় থানার সিজুয়া এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ বালি মাফিয়াদের ‘দাদাগিরি’! অবৈধ পাচার রুখতে পথ অবরোধ, খাদান মালিকের গুন্ডাবাহিনীর রোষের মুখে নিরীহ গ্রামবাসী
অনবরত ওভারলোডেড গাড়ি পার হয় এই রাস্তা দিয়ে। গাড়ির পারমিট রয়েছে ৩৫ থেকে ৪০ সিএফপি সেখানে মাল যাচ্ছে ৬৫ থেকে ৭০ সিএফটি। অর্থাৎ এক একটি গাড়িতে দ্বিগুণ লোডে বালি যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ তুলছেন স্থানীয় খাদান মালিকের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুনঃ দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন, বাকিরা ফিরলেও ২ মৎস্যজীবী গঙ্গাসাগর থেকে নিখোঁজ!
অবরোধের পর থেকে থমথমে হয়ে পড়েছে গোটা এলাকা। বুধবার রাতে খাদান মালিকের গুন্ডাবাহিনী এসে আক্রমণ চালায় গ্রামবাসীদের উপর। অভিযোগ বেশ কয়েকটি মোবাইল ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করার চেষ্টা করেছিল গুন্ডারা। কিন্তু স্থানীয়রা সফলভাবে গুন্ডাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গ্রামবাসীদের আরও অভিযোগ, গুন্ডারা বন্দুক নিয়ে এসেছিল গ্রামবাসীদের উপর হামলা চালানোর জন্য। এমনকি হুমকিও দিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে গ্রামে গিয়ে সকলকে মারধর করা হবে বলে শাসিয়ে গিয়েছে খাদান মালিকের গুন্ডারা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালি বোঝাই ওভারলোড ট্রাকের দৌরাত্ম্যে জীবন জেরবার, প্রশাসনের সাড়া না পেয়ে গ্রামবাসীরা যা করলেন... পিছু হটল পুলিশও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement