দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন, বাকিরা ফিরলেও ২ মৎস্যজীবী গঙ্গাসাগর থেকে নিখোঁজ!

Last Updated:
মা কালী নামে ট্রলার থেকে অসাবধানতাবশত পড়ে যায় ওই দুই মৎস্যজীবী। এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে।
1/6
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ২ মৎস্যজীবী। ওই দুই মৎস্যজীবীর নাম দেবেন জানা(৪৫) ও সীতারাম মন্ডল ওরফে লালটু(৪০)। দুজনেরই বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপু্র এলাকায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
<strong>গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ২ মৎস্যজীবী। ওই দুই মৎস্যজীবীর নাম দেবেন জানা (৪৫) ও সীতারাম মন্ডল ওরফে লালটু (৪০)। দুজনেরই বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপু্র এলাকায়। 
advertisement
2/6
সূত্রের খবর গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাটে মাছ ধরার পর ৭ মৎস্যজীবীর দল ফিরে এসেছিল। এরপর সেখানে মাছ নামিয়ে আবারও তারা মাছ ধরার উদ্দেশে বের হয়েছিল। আর তারপরেই ঘটে এই ঘটনা।
সূত্রের খবর, গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাটে মাছ ধরার পর ৭ মৎস্যজীবীর দল ফিরে এসেছিল। এরপর মাছ নামিয়ে আবারও তারা মাছ ধরার উদ্দেশে বের হন। আর তারপরেই ঘটে এই ঘটনা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
3/6
মা কালী নামে ট্রলার থেকে অসাবধানতাবশত পড়ে যায় ওই দুই মৎস্যজীবী। ওই মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে।
মা কালী নামে ট্রলার থেকে অসাবধানতাবশত পড়ে যায় ওই দুই মৎস্যজীবী। ওই মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
4/6
এদিকে ঘটনার খবর পাওয়ার পর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ কর্মী ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি এখনও জারি রয়েছে।
এদিকে ঘটনার খবর পাওয়ার পর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ কর্মী ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি এখনও জারি রয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
5/6
মৎসজীবীরাও নিজেদের মত করে ওই নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজার কাজ করছে। মায়া গোয়ালিনী ঘাট থেকে ছেড়ে যাওয়ার ২৫ মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৎস্যজীবীরাও শোকাহত।
মৎসজীবীরাও নিজেদের মতো করে ওই নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজার কাজ শুরু করেছেন। মায়া গোয়ালিনী ঘাট থেকে ছেড়ে যাওয়ার ২৫ মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৎস্যজীবীরাও শোকাহত। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
6/6
বর্তমানে মায়া গোয়ালিনী ঘাটের কাছে পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও জিবিডিএ-র ভাই চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। তাঁর উপস্থিতিতে তল্লাশি চলছে। এই মুহূর্তে সকলেই উৎকন্ঠার মধ্যে সময় অতিবাহিত করছেন। তথ্য ও ছবি: নবাব মল্লিক
বর্তমানে মায়া গোয়ালিনী ঘাটের কাছে পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও জিবিডিএ-র ভাই চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। তাঁর উপস্থিতিতে তল্লাশি চলছে। এই মুহূর্তে সকলেই উৎকন্ঠার মধ্যে সময় অতিবাহিত করছেন। (তথ্য ও ছবি: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement